আধার কার্ডের নতুন App, মোবাইল নাম্বার লিংক, জিমেইল লিংক দেখুন তাড়াতাড়ি
আধার কার্ড প্রত্যেক ভারতীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি। আধার কার্ড শুধু পরিচয় পত্র প্রমানে ব্যবহার করা হয় না, আধার কার্ড জন্ম সালের প্রমান, ঠিকানার প্রমানেও ব্যবহার করা হয়।
আধার কার্ড ছাড়া সরকারি প্রায়ই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।শুধু তাই নয় প্যান কার্ড আবেদন কিংবা সংশোধন করতেও আধার কার্ড প্রয়োজন পরে।রেশন কার্ড,ভোটার কার্ড,পাসপোর্ট থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি খুলতে আধার কার্ড এর ভূমিকা অপরিসীম।
এখন যদি সেই আধার কার্ডটি আপনার আসল আধার কার্ড না হয়ে থাকে, তাহলে পরতে হবে চরম বিপদে। তাহলে প্রশ্ন, কিভাবে বুঝতে পারবেন আপনার হাতে থাকা আধার কার্ডটি কিংবা পরিবারের বাকি সদস্যদের আধার কার্ডটি সঠিক নাকি ফেক আধার কার্ড?
Uidai(Unique Identification Authority of India) আধার কার্ড যাচাই করার জন্য একটি মোবাইল Application চালু করেছে। যার মাধ্যমে কয়েক সেকেন্ডে আধার কার্ডটি সঠিক নাকি ভুল তা যাচাই করতে পারবেন।
How To Check Original Aadhar Card & Fake Aadhaar Card
১) প্রথমে আপনাকে Play Store থেকে Aadhaar QR Code Scanner App টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) এরপর App টি Open করুন।
৩) পরবর্তী পেজে Scan এ ক্লিক করে Camera Permission On করুন।
৪) এরপর আধার কার্ডে থাকা QR Code টিকে Scan করুন।
৫) যদি আপনার আধার কার্ডটি সঠিক হয়ে থাকে তাহলে, আপনার সামনে Aadhaar Data Verified করে আধার কার্ড এর সমস্ত ডিটেইলস চলে আসবে।
Aadhaar OR Code Scan Download:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্তঃ- হন লিংক