মুখ্যমন্ত্রী মমতা দিচ্ছে ৫০০০ টাকা করে,দেখুন কিভাবে আবেদন করবেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য জাগো প্রকল্প চালু করেছেন। জাগো প্রকল্প থেকে মহিলাদের একাউন্টে ৫০০০ টাকা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে রাজ্য সরকার।
স্বনির্ভর গোষ্ঠী মহিলারা এই প্রকল্পের আওতায় ৫ হাজার টাকা করে পাবেন ফ্রিতে। কিন্তু কিভাবে আবেদন করতে হয় এই জাগো প্রকল্পে।
জাগো প্রকল্প আবেদন পদ্ধতিঃ- জাগো প্রকল্পে আবেদন করতে হয় না। এরজন্য আপনার নাম স্বনির্ভর গোষ্ঠী দলে থাকতে হবে। GOVERNMENT OF WEST BENGAL DEPARTMENT OF SELF HELP GROUP & SELF EMPLOYMENT.
জাগো প্রকল্প কতা টাকা দেওয়া হয়ঃ- জাগো প্রকল্পে দেওয়া হয় ৫ হাজার টাকা করে।
জাগো প্রকল্পে টাকা পাওয়ার শর্তঃ-
১) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
২) স্বনির্ভর দলের বয়স ১ বছর হতে হবে।
৩) স্বনির্ভর দলের একাউন্টে সেই টাকা পাঠানো হয়।
The eligibility criteria are –
1. All groups received cash credit limit or term loan or
2. All graded groups or
3. All groups matching the following conditions
(i) 1 Year from formation of SHG or 6 months from opening of an account whichever is earlier an and
(ii) Minimum deposit of Rs. 5000/- in the account.
আরও বিশদে জনাতে এই নাম্বারে কল করুনঃ- 7773003003