টেক টিপস

নতুন আধার কার্ড কিভাবে বানাবেন ফ্রিতে দেখুন মোবাইলে, কি কি ডকুমেন্টস?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রত্যেক ভারতীয়র কাছে ডকুমেন্টস প্রুফ, ফটো প্রুফ কিংবা জন্ম তারিখ প্রুফ হিসাবে আধার কার্ড(Aadhaar Card Apply Online) অনেক কাজে আসে। শুধু তাই নয় এখন যেকোনো সরকারি ও বেসরকারি কাজ করার আগে জানা হয় ডকুমেন্টস হিসাবে আধার কার্ড আছে কিনা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি আপনি এখনো পর্যন্ত আধার কার্ড না বানিয়ে থাকেন তাহলে চিন্তার কারন নেই। আপনি খুব সহজেই আপনার আধার কার্ড আবেদন করতে পারবেন। নতুন আধার কার্ড আবেদন করার জন্য আপনার কোনো টাকার খরচ হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবার আধার কার্ড বানাতে পারবেন(Aadhar Card Online Apply)।

আধার কার্ড নতুন করে বানানোর জন্য কোন কোন পদ্ধতি ফলো করতে হবে ও কি কি ডকুমেন্টস লাগবে তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

আপনি আধার কার্ড দুই জায়গা থেকে আবেদন করতে পারবেন।
১) আপনার নিকটবর্তী আধার সেন্টার থেকে।
২) আপনার নিকটবর্তী পোস্ট অফিস থেকে।

New Aadhar Card Online Apply:- Appointment Booking Process..

১) প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইট লিংক নিচে দেওয়া রয়েছে।

২) এরপর Book an Appointment>Book an Appointment at Registrar run Aadhaar Seva Kendra ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বা জিমেইল আইডি দিয়ে লগইন করুন।

৪) এরপর New Enrollment এ ক্লিক করুন।

৫) আপনার কাছে যদি আধার কার্ড বানানোর জন্য ডকুমেন্টস থাকে তাহলে প্রথম ঘরটি সিলেক্ট করুন। নয়তো দ্বিতীয় ঘরটি, এখানে আপনি পরিবারের কারো ডকুমেন্টস দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন।

৬) এরপর নাম,ঠিকানা,মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করুন।

৭) পরবর্তী পেজে কোন সেন্টার থেকে আধার কার্ড আবেদন করতে চান তা সিলেক্ট করুন।

৮) এরপর Appointment নিন আপনার সময় মতো,এরপর সেই তারিখে ও সময়ে ডকুমেন্টস সহকারে সেই সেন্টারে উপস্থিত হতে হবে।

Aadhar Card Online Apply Documents:-
আধার কার্ড নতুন করে বানানের জন্য আপনার মোট ৩ টি ডকুমেন্টস লাগবে।
১) বয়সের প্রমাণঃ– যেই সমস্ত ডকুমেন্টসে আপনার সঠিক জন্ম তারিখ রয়েছে সেইরকম ১টি ডকুমেন্টস থাকলেই হবে।


২) পরিচয়পত্রের প্রমানঃ– অর্থাৎ আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো ১ টি এমন ডকুমেন্টস আছে যেখানে আপনার ফটো রয়েছে।
৩) ঠিকানার প্রমাণঃ– যে কোনো ১ টি ডকুমেন্টস লাগবে যেখানে আপনার ঠিকানা সঠিক ভাবে উল্লেখ রয়েছে।

আধার কার্ড আবেদন করার জন্য যদি ডকুমেন্টস না থাকে তাহলেও বাবা/মায়ের ডকুমেন্টস দিয়ে আধার কার্ড আবেদন করতে পারবেন।

Aadhar Card Website Link:- Click 

Related Articles

Back to top button