টেক টিপস

কোন রেশন কার্ডে কত মাল পাবেন এই মাস থেকে দেখুন, পরিবর্তন হলো

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

জুন মাস থেকে ফ্রি রেশন, কোন কার্ড থাকলে কতগুলো করে পাবেন দেখুন, নতুন লিস্ট প্রকাশিত হলো। AAY/SPHH/PHH/RKSY-1/RKSY-2 কার্ডে কত কেজি করে চাল,আটা/গম, চিনি পবেন বিনামূল্যে দেখুন….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AAY Card:– পরিবার পিছু বরাদ্দ।

যদি এখানে একটি পরিবারে ১ টি AAY Card থাকে কিংবা একটি পরিবারে ১০ টি AAY Card থাকে তবুও একই বরাদ্দ পাবে। নিম্নে দেওয়া হলো…

চালঃ– ২১ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে (পরিবার পিছু)।

গমঃ– ১৪ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে (পরিবার পিছু)।

অথবা,

আটাঃ– ১৩ কেজি ৩০০ গ্রাম আটা সম্পূর্ণ বিনামূল্যে (পরিবার পিছু)।

চিনিঃ– ১ কেজি পরিবার পিছু ( বিনামূল্যে নয়), এরজন্য ১৩ টাকা ৫০ পয়সা দিতে হবে।

অতিরিক্ত বরাদ্দ (PMGKAY) অক্টোবর মাস পর্যন্ত পাবেন…

AAY Card,

চালঃ– ৩ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ৩ কেজি চাল, ২ টি AAY Card থাকলে ৬ কেজি চাল, ৩ টি থাকলে ৯ কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

গমঃ- ১ কেজি ২৫০ গ্রাম গম সম্পূর্ণ বিনামূল্যে ( কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ১ কেজি ২৫০ গ্রাম গম , ২ টি AAY Card থাকলে ২ কেজি ৫০০ গ্রাম গম , ৩ টি থাকলে ৩ কেজি ৭৫০ গ্রাম করে গম পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

________________________________

SPHH/PHH কার্ডঃ

চালঃ– ৩ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ৩ কেজি চাল, ২ টি Card থাকলে ৬ কেজি চাল, ৩ টি থাকলে ৯ কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

গমঃ– ২ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ২ কেজি গম, ২ টি Card থাকলে ৪ কেজি গম, ৩ টি থাকলে ৬ কেজি করে গম পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

অথবা

আটাঃ– ১ কেজি ৯০০ গ্রাম আটা সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ১ কেজি ৯০০ গ্রাম আটা, ২ টি Card থাকলে ৩ কেজি ৮০০ গ্রাম আটা, ৩ টি থাকলে ৫ কেজি ৭০০ গ্রাম করে আটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

অতিরিক্ত বরাদ্দ (PMGKAY) অক্টোবর মাস পর্যন্ত পাবেন…

SPHH/PHH Card,

চালঃ– ৩ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ৩ কেজি, ২ টি Card থাকলে ৬ কেজি চাল, ৩ টি থাকলে ৯ কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

গমঃ– ১ কেজি ২৫০ গ্রাম করে গম সম্পূর্ণ বিনামূল্যে ( কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ১ কেজি ২৫০ গ্রাম গম , ২ টি Card থাকলে ২ কেজি ৫০০ গ্রাম গম , ৩ টি কার্ড থাকলে ৩ কেজি ৭৫০ গ্রাম করে গম পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

________________________________

RKSY-1 কার্ডঃ-

চালঃ– ২ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ২ কেজি চাল, ২ টি Card থাকলে ৪ কেজি চাল, আর ৩ টি কার্ড থাকলে ৬ কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

গমঃ– ৩ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ৩ কেজি গম, ২ টি Card থাকলে ৬ কেজি করে গম,আর ৩ টি কার্ড থাকলে ৯ কেজি করে গম পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

অথবা,

আটাঃ– ২ কেজি ৮৫০ গ্রাম করে আটা সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ২ কেজি ৮৫০ গ্রাম আটা, ২ টি Card থাকলে ৫ কেজি ৭০০ গ্রাম আটা, আর ৩ টি কার্ড যদি থাকে তাহলে ৮ কেজি ৫৫০ গ্রাম করে আটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

কেন্দ্র সরকারের অতিরিক্ত বরাদ্দ নেই RKSY-1 কার্ডে।

________________________________

RKSY-2 রেশন কার্ডঃ

চালঃ– ১ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ১ কেজি চাল, ২ টি Card থাকলে ২ কেজি চাল, ৩ টি কার্ড থাকলে ৩ কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

গমঃ– ১ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে (কার্ড প্রতি)।

অর্থাৎ ১ টি কার্ডে ১ কেজি গম, ২ টি Card থাকলে ২ কেজি করে গম,আর ৩ টি কার্ড থাকলে ৩ কেজি করে গম পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

কেন্দ্র সরকারের অতিরিক্ত বরাদ্দ নেই RKSY-2 কার্ডে।

________________________________

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button