পরিযায়ী শ্রমিক ফর্ম ফিলাপ,২ লক্ষ টাকা পাবেন। আবেদন করুন এইভাবে
শুরু হয়ে গেলো ১ লা সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প। এবার দুয়ারে সরকার ক্যাম্পে পুরনো প্রকল্পের পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এরজন্য অবশ্যই আবেদনকারীকে আবেদন করতে হবে।
রাজ্য সরকার এবার এর দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকদের জন্য KARMASATHI (Parijayee Shramik) PRAKALPA চালু করেছেন। যেখানে আবেদন করলে পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন সুবিধা পেয়ে যাবে।
অনেক সময় দেখা যায় সংবাদমাধ্যমে, পরিযায়ী শ্রমিকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা। এছাড়াও বাইরে কাজ করতে গিয়ে, সেটা অন্য রাজ্য হোক কিংবা দেশের বাইরে। পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনায় মৃত্যু হলে সেই মৃতদেহ নিয়ে আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সব সমস্যা ও বিভিন্ন সুবিধা দিতে KARMASATHI (Parijayee Shramik) প্রকল্প চালু করলেন রাজ্যে সরকার।
Karmasathi (Parijayee Shramik) Prakalpa Facility / পরিযায়ী শ্রমিকদের সুবিধাঃ-
১) স্বাভাবিক মৃত্যুতে পরিযায়ী শ্রমিকদের নমিনিকে ৫০ হাজার টাকা প্রদান।
২) দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিযায়ী শ্রমিকদের নমিনিকে ২ লক্ষ টাকা প্রদান।
৩)পরিযায়ী শ্রমিকের মৃতদের ফিরিয়ে আনার জন্য নমিনিকে ২৫ হাজার টাকা প্রদান।
৪) পরিযায়ী শ্রমিকের মৃতদেহ সৎকারের জন্য ৩ হাজার টাকা প্রদান।
৫) দুর্ঘটনাজনিত অক্ষমতার ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
৬) আপৎকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবা।
৭) বিপদে পড়লে মোবাইলে রেকর্ড করে সমস্যা জানানোর সুবিধা।
৮) কর্মবিয়োগ ও মজুরি সংক্রান্ত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে অভিযোগ জানানোর সুবিধা।
Karmasathi (Parijayee Shramik) Prakalpa Documents List:-
১) পাসপোর্ট সাইজের ফটো।
২) আধার কার্ড।
৩) ব্যাঙ্ক পাশবুক।
৪) স্বস্বাক্ষরিত শংসাপত্র।
৫) বৈধ পাসপোর্ট এর জেরক্স (যদি দেশের বাইরে কাজ করে/করতে চান)।
আবেদন পদ্ধতিঃ– পরিযায়ী শ্রমিকদের রেজিষ্ট্রেশন করতে হবে অফলাইনে বা অনলাইনে। অফলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া ফরম ডাউনলোড করে প্রিন্ট করে ফিলাপ করে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন।
আর অনলাইন আবেদন করার জন্য KARMASATHI (Parijayee Shramik) APP Download করে রেজিষ্ট্রেশন করে নিন।
আবেদন করার শর্তঃ-
১) আবদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীরকে একজন কর্মী হতে হবে, যিনি রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে কাজ করেন কিংবা কাজে যুক্ত হবেন।
Parijayee Shramik Registration From Bengali:- ডাউনলোড
Parijayee Shramik Registration From English:- ডাউনলোড
Parijayee Shramik Online Registration Mobile App:- ডাউনলোড
Parijayee Shramik Website Link:- ক্লিক