প্রকল্প

খুশির খবর! কৃষক বন্ধুর টাকা সবাই পেলো আজকে,টাকা না পেলে ফোন করুন এই নাম্বারে!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের টাকা পাঠানো শুরু হলো। এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছেন,তারা সকলেই এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। কিন্তু বেশ কয়েকটি কারনে কৃষক বন্ধু(নতুন) প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা নাও হতে পারে!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষক বন্ধু(নতুন) প্রকল্পের টাকা পাঠানোর মেসেজ ইতিমধ্যেই কৃষকদের রেজিস্ট্রার মোবাইল নাম্বারে পাঠানো শুরু হয়েছে। মেসেজে জানিয়ে দেওয়া হচ্ছে কত টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। দেখে নিন মেসেজটি…

“প্রিয় সাথী,
আমার অঙ্গীকার অনুযায়ী কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করে বছরে সর্বাধিক ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করা হয়েছে যা আগের মতোই ২ কিস্তিতে পাওয়া যাবে। Rabi 2023-2024 মরসুমের জন্য এক কিস্তির 2000.0 টাকা 12-12-2023 তারিখে xxxxxxx6525 ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি কারণ কৃষি আমাদের গর্ব,আপনারা আমাদের গর্ব -শুভেচ্ছাসহ মমতা ব্যানার্জ্জী।”

কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার Bank Account এ তখনই জমা হবে যখন আপনার কৃষক বন্ধুর Status থাকবে Approved এবং Transaction Status থাকবে Transfer Success কিংবা Account Valid। অনেক কৃষকের Account Valid থাকা সত্ত্বেও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জাম হচ্ছে না। এর পিছনে কারন এটাও হতে পারে,আপনার একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। এরজন্য নিচের কয়েকটি ধাপ ফলে করে দেখুন কোন ব্যাঙ্কে টাকা জমা হচ্ছে।

কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্য এখন আপনি জানতে পারবেন WhatsApp এর মাধ্যমে। এরজন্য +919830383383 এই নাম্বারে WhatsApp এ Hi/Hello পাঠান। এরপর বাংলা কিংবা ইংরেজি সিলেক্ট করুন। এরপর কয়েকটি ধাপ ফলো করেই জানতে পারবেন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে।

এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে,আপনার জেলায় কবে আসবে,আপনার আবেদনের কোনো সমস্যা হয়েছে নাকি? তা জানার জন্য কৃষকবন্ধু প্রকল্পের হেল্পলাইন নাম্বারে কল করুন 6291720406, 8336957370। এছাড়াও নিকটবর্তী ব্লকের সহ কৃষি অধিকর্তার সাথে যোগাযোগ করতে পারেন।

Related Articles

Back to top button