কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু হলো,চেক করুন এখুনি এইভাবে
কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেলো। রাজ্য সরকার, রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এখানে আবেদন করলে কৃষকরা বছরে ১০ হাজার টাকা করে পায়, দুই কিস্তিতে ৫ হাজার ও ৫ হাজার টাকা করে।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হয় রবি মরশুম ও খারিফ মরশুমে।কৃষক বন্ধু প্রকল্পে নূন্যতম ৪ হাজার টাকা পাওয়া যায় ও সর্বোচ্চ ১০ হাজার টাকা। ১ একর জমি থাকলে ১০ হাজার টাকা ও কম থাকলে সেই ভাবে হিসাব করে টাকা পাঠানো হয়।
ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেলো, ডিসেম্বর মাস থেকে কৃষকদের একাউন্টে টাকা পাঠানো শুরু হলো।যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে এখন আর চেক দেওয়া হয় না, তাই টাকা সরাসরি একাউন্টে পাঠানো হচ্ছে।
কৃষকে বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য যা যা লাগেঃ-
১) জমির কাগজ
২) একাউন্ট নাম্বার
৩) ভোটার কার্ড
৪) আধার কার্ড
৫) রেশন কার্ড ইত্যাদি।
কৃষক বন্ধু প্রকল্পে আপনি দুইভাবে আবেদন করতে পারবেনঃ-
১) দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম সংগ্রহ করে ফিলাপ করে।আবার সেখানেই সমস্ত ডকুমেন্টস জেরক্স একসাথে করে জমা দিলই হয়ে যাবে।
২) কিংবা আপনি নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে গিয়েও আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য। ফর্ম সেখান থেকেই সংগ্রহ করতে পারবেন।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেকঃ- কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে, আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি হয়নি তা আপনি মোবাইল দিয়েও চেক করতে পারবেন। এরজন্য Krishak Bandhu website এ আসুন।
এরপর নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করুন। তারপর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে চেক করুন।
Krishak Bandhu Status Check Link:- Click
Krishak Bandhu Website Link:- Click