স্কলারশিপ

NMMS Scholarship 2024: 12 হাজার টাকা দিচ্ছে, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপে! আবেদন করুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

National Means Cum Merit Scholarship 2024-25 Form Fill Up: ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ 2024-25 এর অনলাইন আবেদন শুরু হয়ে গেলো। রাজ্যে মেধাবী দরিদ্র পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে বৃত্তি পেয়ে থাকেন। ইতিমধ্যেই NMMS Scholarship 2024-25 এর ফর্ম ফিলাপ শুরু হয়ে গেলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের পড়ুয়ারা ন্যাশনাল মেরিট স্কলারশিপের মাধ্যমে বার্ষিক 12 হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এই স্কলারশিপ প্রদান করা হয় পড়ুয়াদের মেধা পরীক্ষার মাধ্যমে। স্কলারশিপে আবেদন করতে পারবেন ক্লাস সপ্তম পাশ শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণি 55% নাম্বার পেয়ে পাশ করে যারা এখন অষ্টম শ্রেণিতে পাঠরত,তারা এখানে আবেদনের যোগ্য।

NMMS Scholarship Form Fill Up 2024 Eligibility:

1) যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
2) সপ্তম শ্রেণিতে 55% নাম্বার কিংবা তার বেশি নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে (SC, ST এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 5% শিথিলতা)।
3) পারিবারিক বার্ষিক আয় থাকতে হবে 3 লক্ষ 50 হাজার টাকার মধ্যে।

NMMS Scholarship 2024 Selection Criteria: ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে মানসিক পারদর্শিতার পরীক্ষা (Mental Ability Test) ও প্রজ্ঞাসূচক পরীক্ষার (Scholastic Aptitude Test) মাধ্যমে। যা M.C.Q ভিত্তিক প্রশ্নের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এখানে 90 নাম্বার করে, দুটো পরীক্ষায় 180 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। আর পরীক্ষার সময় নির্ধারণ করা থাকে 90 মিনিট করে 180 মিনিট। যদিও NMMS একটি কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ স্কিম, এর নির্বাচন পরীক্ষা প্রতিটি রাজ্য/UT দ্বারা তাদের নিজ নিজ ছাত্রদের জন্য পরিচালিত হয়ে থাকে। এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে একটি মানসিক ক্ষমতা পরীক্ষা এবং একটি শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা যার নির্দেশিকা NCERT দ্বারা সেট করা হয়েছে।

NMMS Scholarship 2024 Form Fill Up Documents List:
1) পাসপোর্ট সাইজের কালার ফটো(50KB,JPG)।
2) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
3) ইনকাম সার্টিফিকেট।
4) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।

NMMS Scholarship 2024 Form Fill Up Online West Bengal:-

1) প্রথমে আপনাকে www.scholarships.wbsed.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
2) এরপর New user resigter here এ ক্লিক করুন।

3) পরবর্তী পেজে Central Sector National Means-Cum-Merit Scholarship Examination, 2024 এই লেখার উপরে ক্লিক করুন।
4) এরপর নতুন একটি পেজ চলে আসবে, আবেদনের বিস্তারিত তথ্য দেখে নিয়ে PROCEED TO REGISTRATION এ ক্লিক করুন।
5) এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে রেজিস্টার এ ক্লিক করুন।
6) রেজিষ্ট্রেশন হয়ে গেলে, রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি চলে আসবে। এছাড়াও রেজিষ্ট্রেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।
7) আবারও www.scholarships.wbsed.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে আইডি পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
8) এরপর Application এ ক্লিক করে Form Fill Up এ ক্লিক করুন।

9) আবেদন ফর্মটি চলে আসবে, তা সঠিকভাবে ফিলাপ করুন ও পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে সাবমিট করুন।
10) এরপর Upload এ ক্লিক করে ডকুমেন্টস আপলোড করে দিন PDF আকারে 200KB এর মধ্যে ও সাবমিট করতেই আবেদন হয়ে যাবে। আরও বিস্তারিত জানতে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/শিক্ষিকার সাথে যোগাযোগ করুন।

আরও দেখুনঃ ঐক্যশ্রী স্কলারশিপ 2024-25 অনলাইন আবেদন শুরু হলো, দেখুন!

NMMS Scholarship 2024 Form Fill Up Last Date – 14/08/2024।

NMMS Scholarship 2024 Examination Date West Bengal: 15/12/2024।

NMMS Scholarship 2024 Online Apply Link:- Click

NMMS Scholarship 2024 Website Link:- Click

NMMS Scholarship Previous Year Question Paper West Bengal :- Download

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button