টেক টিপস

রেশন দোকান পরিবর্তনের জন্য নতুন ফরম ফিলাপ পদ্ধতি চালু হলো অনলাইনে 2024, দেখুন!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রেশন দোকান পরিবর্তনের নতুন পদ্ধতি চালু করলো খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। এখন কয়েক মিনিটের মধ্যেই রেশন দোকান পরিবর্তন করুন অনলাইনে। এরজন্য দরকার পরবে না কোনো ডকুমেন্টস আপলোডের। নতুন পদ্ধতিতে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও রেশন দোকান পরিবর্তন করতে পারবেন। তবে আমরা আজকের প্রতিবেদনে দেখে নিচ্ছি অনলাইনে Ration Shop Change কিভাবে করবেন। এই কাজের জন্য দরকার পরবে শুধু আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক। আধার কার্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের রেশন দোকান পরিবর্তন করতে পারবেন।

আপনার পরিবারের যেকোনো একজন সদস্যের আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকলেই এই কাজটি (রেশন দোকান পরিবর্তন) আপনি অনলাইনে সম্পন্ন করতে পারবেন। যদি আপনি অফলাইনে রেশন দোকান পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে গিয়ে রেশন দোকান পরিবর্তন ফর্ম সংগ্রহ করে তা ফিলাপ করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে। কিন্তু অনলাইনে আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে কোনোরকম ডকুমেন্টস ছাড়াই কয়েক মিনিটে রেশন দোকান পরিবর্তন করে নিতে পারবেন। নিচের ধাপ গুলো ফলো করে রেশন দোকান পরিবর্তন করুন অনলাইনে।

রেশন দোকান পরিবর্তনের জন্য ফরম ফিলাপ অনলাইন / Ration Shop Change Online In West Bengal

১) প্রথমে আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর CITIZEN HOME এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Ration Card Related Corner এ ক্লিক করে Self Service through Aadhaar এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Change Your FPS/Change Ration Shop of your family এ বক্সে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে পরিবারের যেকোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৬) এরপর Aadhaar Authentic Box এ ক্লিক করে Send OTP তে ক্লিক করুন, এরপর OTP উল্লেখ করতেই পরবর্তী পেজটি চলে আসবে।
৭) পরিবারের সকল সদস্যের রেশন কার্ড চলে আসবে, নিচে নতুন ঠিকানা ও রেশন দোকান সিলেক্ট করে সাবমিট করতেই আবেদন হয়ে যাবে।

Ration Shop Change Online In West Bengal:- Apply 

Website Link:- Click 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল WhatsApp Group এ জয়েন্ট করুন: Join Now

Related Articles

Back to top button