আধার কার্ড নতুন পোর্টাল E Learning Portal Registration
আধার কার্ড একটি নতুন পোর্টাল চালু করলো e Learning portal। এখানে আধার কার্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আধার কার্ড কিভাবে বানাতে হয়।আধার কার্ড কিভাবে সংশোধন করতে হয়।আধার কার্ড এর বিস্তারিত। দেখুন কিভাবে Uidai E Learning Portal এ Registration করবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
Uidai E Learning Portal Registration & Certificate Download:-
১) প্রথমে আপনাকে আধার কার্ড এর E Learning Website এ হবে।
২) এরপর রেজিস্ট্রেশন করতে হবে। Enrollment এ ক্লিক করে।
৩) রেজিষ্ট্রেশন পেজে নাম,জিমেইল আইডি ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) এরপর রেজিস্ট্রার জিমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে সেখানে ক্লিক করে ভেরিফিকেশন করতে হবে।
৫) এরপর আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করতে হবে।
৬) লগইন করতেই আপনার সামনে Dashboard চলে আসবে। যেখানে Online a Test দিতে হবে ও কিভাবে আধার কার্ড বানাতে হয় তার শিখিনিয় লিংক পেয়ে যাবেন।
৭) আপনার যখন সেখানে পরীক্ষা হয়ে যাবে এরপর আপনি Uidai এর তরফ থেকে একটি সার্টিফিকেট পেয়ে যাবেন।
Website Link:- Apply
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক