টেক টিপস

ভোটার কার্ড নতুন ওয়েবসাইট চালু হলো,দেখুন কি কি সুবিধা পাবেন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন ভোটার কার্ড আবেদন, ভোটার কার্ড সংশোধন, ভোটার কার্ড আধার কার্ড লিংক, ভোটার কার্ড মোবাইল নাম্বার লিংক, ভোটার কার্ড রিপ্রিন্ট,ভোটার কার্ড ডাউনলোড ইত্যাদি কাজ গুলোর জন্য NVSP.IN পোর্টাল চালু করা হয়েছিল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখন আপনি National Voter Service Portal থেকে এই সমস্ত কাজ করতে পারবেন না।কেননা ইতিমধ্যেই এই পোর্টালে থাকা প্রায় সমস্ত সুবিধা গুলো বন্ধ করে দিয়ে অন্য আর একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে।

আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি নতুন পোর্টালে সাধারণ নাগরিক-রা কি কি সুবিধা পেতে চলছে? এর পাশাপাশি নতুন পোর্টাল আপনি কিভাবে ব্যবহার করবেন।

Election Commission Of India, NVSP পোর্টালে উপলব্ধ থাকা প্রায় সমস্ত সুবিধা Voter Service Portal নামে নতুন পোর্টালে স্থানান্তর করেছে।

How To Use New Voter Service Portal / Voter Card New Portal / Voter Card New Website

১) প্রথমে আপনাকে Google এ এসে সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে।

২) এরপর আপনি Voter Service Portal এ আসতে পারবেন।
৩) পরবর্তী পেজে আপনাকে রেজিস্ট্রার করে আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। যদি আপনি আগে থেকে NVSP portal এ আইডি পাসওয়ার্ড তৈরি করে থাকেন, তাহলে সেই আইডি দিয়ে লগইন করতে পারবেন।
৪) এরপর লগইন করলেই আপনি এই পোর্টালের যাবতীয় কাজ গুলো করতে পারবেন। যেমন ভোটার কার্ড আবেদন, সংশোধন, ডাউনলোড ইত্যাদি।

Voter Card New Website:-

Click

Related Articles

Back to top button