মাধ্যমিক পাশে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে সরকারি চাকরি,আবেদন করুন

Published By: MD 360 NEWS | Updated:

রাজ্যে মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য। কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? বেতন কত? বয়স কত? আবেদনের শেষ তারিখ? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Clerical Assistant।
যোগ্যতাঃ– গ্রাজুয়েট থাকতে হবে পাশাপাশি কম্পিউটার জানা থাকতে হবে।
বয়সঃ– ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকলে, আবেদন করতে পারবেন।
বেতনঃ– এই পদে মাসিক বেত রয়েছে ৯০০০ টাকা করে।
শূন্যপদঃ– মোট শূন্যপদ ৩ টি।

পদের নামঃ– Cleaning Assistant।
যোগ্যতাঃ– কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে।
বয়সঃ– ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ– এই পদে মাসিক বেতন রয়েছে ৫০০০ টাকা করে।
শূন্যপদঃ– মোট শূন্যপদ ৩ টি।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট করে ফিলাপ করে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করে কিংবা স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্ট এর মাধ্যমে পাঠানো যাবে।

ডকুমেন্টসঃ-

১) আবেদন ফর্ম
২) বয়সের প্রমাণ পত্র
৩) ঠিকানায় প্রমাণ পত্র
৪) পরিচয় পত্র
৫) শিক্ষাগত যোগ্যতা
৬) কম্পিউটার সার্টিফিকেট

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– The Chairman, Rishra Municipality, 49/56/57 Rabindra Sarani, Rishra, Hooghly, 712248

আবেদনের শেষ তারিখঃ- ২১/০৬/২০২৩

অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ- ক্লিক

আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃডাউনলোড