চাকরি

Primary TET 2022 – টেট ফর্ম ভুল সংশোধন করুন অনলাইনে মোবাইলে এইভাবে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

Primary TET 2022 Online আবেদন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে এখন খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন যে, আপনার আবেদন ঠিক নাকি ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি তা সংশোধন করতে পারবেন এখন। কিভাবে সংশোধন করবেন তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রাইমারি টেট ২০২২ পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক আবেদন করেছে পরীক্ষার্থীরা আবেদনকারীদের সংখ্যা প্রায় ৬ লক্ষ ৯০ হাজার এর মতো। আগেরবারের তুলনায় তিনগুণ বেশি অনলাইন আবেদন হয়েছে। অনলাইনে ফর্ম ফিলাপে কোনোরকম ভুল হলে এইভাবে সংশোধন করে নিন।

West Bengal Primary TET 2022 Form Edit Online:-

১) প্রথমে আপনাকে West Bengal Board Of Primary Education এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I to V এ ক্লিক করুন।
৩) পরবর্তী ধাপে Teacher Eligibility Test, 2022 (TET-2022) এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Edit Application এ ক্লিক করুন।
৫) এরপর আপনার আবেদন করার সময় যে জিমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, তা দিয়ে লগইন করুন।
৬) এরপর যেগুলো ভুল হয়েছে তা ঠিক করে আপডেট করে নিন।

West Bengal Primary TET Edit Online Link:Apply

ফর্মে ভুল থাকলে, ৫ নভেম্বর দুপুর ২ টা থেকে ৬ নভেম্বর রাত ১২ টার মধ্যে আপনাকে ঠিক করে নিতে হবে।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button