কাল নতুন দল ঘোষণা হুমায়ুন কবীরের!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামীকাল।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যদিও এখনও পর্যন্ত জানা যায়নি নতুন দলে কারা থাকবে, নেতা থেকে শুরু কে কোন পদে দায়িত্ব নিবেন।  ইতিমধ্যে রাজ্য রাজনীতিবিদদের দৃষ্টি সেদিকে।

গতকাল হুমায়ূন কবির নতুন দলে গঠনের জন্য কর্মসূচি করেন রেজিনগরে‌।  সেখানে বলেন, হুমায়নের লড়াই শুধু অস্তিত্বের নয়, সরাসরি ক্ষমতার সমীকরণ বদলানোর।

উল্লেখ্য, ২৬ ভোটের হুমায়ূন কবির টার্গেট বেঁধে নিয়েছে ৯০ আসনের জয়ের সেই লক্ষ্যেই এগাবে বলে জানায়। তিনি আরও দাবি করেন, এই সংখ্যায় পৌঁছতে পারলেই রাজ্যের সরকার গঠনে ‘চাবিকাঠি’ থাকবে তাঁর দলের হাতেই তাই তাঁর দলকে জেতাতে হবে।  শুধু তাই নয় মুর্শিদাবাদের আসন সমীকরণও স্পষ্ট করে দেন হুমায়ুন।

হুমায়ূনের নতুন দল গঠন নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে কৌতুহল ও সমালোচনা।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।