২৩ জানুয়ারি নেতাজি জন্মদিন ও সরস্বতী পূজার জন্য পশ্চিমবঙ্গে JEE(Main) পরীক্ষা স্থগিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

হাতে গোনা কয়েকদিন বাকি, ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য আনন্দের দিন হতে পারে, কিন্তু সেই দিনেই ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি স্নাতক ভর্তি পরীক্ষার JEE(Main) সেশন-১ অনুষ্ঠিত হবে, যা নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অবশেষে বিজ্ঞপ্তি জারি করল এনটিএ, বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরস্বতী পূজা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের কারণে ২৩ জানুয়ারি ২০২৬-এ হওয়া JEE(Main) সেশন-১ পরীক্ষা এখন নতুন তারিখে নেওয়া হবে।  পরীক্ষার্থীদের কোন রকমে সমস্যায় পড়তে না হয় ইতিমধ্যে এনটিএ হেল্প ডেস্ক চালু করেছেন।

প্রসঙ্গত, এর আগে জেইই‌ মেইন পরীক্ষা নিয়ে আপত্তি তুলে রাজ্য শিক্ষা দফতর ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কে চিঠি পাঠিয়েছে। 

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।