IISER Kolkata Job 2024: রাজ্যে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ,আবেদন করুন!

WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে JRF (Junior Research Fellow) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে IISER
Kolkata এর তরফ থেকে। এই পদে আবেদন করতে পারবেন রাজ্যের আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Junior Research Fellow পদে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, আবেদন পদ্ধতি কি রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, আবেদন কতদিন পর্যন্ত চলবে? বিস্তারিত ভালো ভাবে দেখুন আজকের প্রতিবেদনে।

Junior Research Fellow পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে প্রার্থীদের 05/03/2024 তারিখ অনুযায়ী হিসেব করে 26 বছর বয়সের মধ্যে।

এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে M. sc করা থাকতে হবে Chemistry বিষয়ে। আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন একবার ভালো ভাবে দেখে নিন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে জিমেইল এর মাধ্যমে। এরজন্য প্রার্থীকে CV তৈরি করে সাথে সমস্ত ডকুমেন্টস একসঙ্গে করে [email protected] এই জিমেইল আইডিতে 05/03/2024 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এরপর যোগ্য প্রার্থীদের আবেদন এর ভিত্তিতে ইন্টারভিউ নেওয়া হবে।

IISER Kolkata Recruitment Notification 2024:- Download