রাজ্য স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ 2024! দেখুন বেতন ও আবেদন পদ্ধতি?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক পাশ সহ বিভিন্ন যোগ্যতায়। রাজ্যের যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে এই সমস্ত পদে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিয়োগ করা হচ্ছে – Data Manager, Accountant, Yoga Instructor, Lowerdivision Clerk, Multi Purpose Worker, Ayush Doctor, Consultant সহ বিভিন্ন পদে রাজ্যের যোগ্য প্রার্থীদের।

Attendant পদে আবেদন করার জন্য আবেদন কারী প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। প্রার্থীদের বয়স হিসেব করা হবে 01/01/2024 তারিখ অনুযায়ী। আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। এর পাশাপাশি লেখা, পড়া ও বলায় বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন রয়েছে 5 হাজার টাকা করে।

Lower Division Clerk পদে আবেদন করার জন্য আবেদনকারীর প্রার্থীদের বয়স থাকতে হবে 62 বছর বয়স থেকে সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে। কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 10 হাজার টাকা করে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে যে অবসর প্রাপ্ত চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।

Yoga Instructor (Male) এবং (Female) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, 01/01/2024 তারিখ অনুযায়ী হিসেব করে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে। এছাড়াও এই পদে পুরুষ Yoga Instructor প্রার্থীদের মাসিক 8 হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।

Mutti Purpose Worker পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা থাকতে হবে। কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 15 হাজার টাকা করে।

উপরে উল্লেখিত পদ ছাড়া আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য www.wbhealth.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে 02/08/2024 তারিখের মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে দেখে অনলাইন আবেদন সম্পন্ন করুন।

West Bengal Lower Division Clerk Recruitment Notification 2024:- Download