SSC CHSL Exam Slot 2025: শুরু হয়ে গেলো স্লট বাছাই, ১২ নভেম্বর থেকে পরীক্ষা,দেখুন!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নয়া নির্দেশিকা জারি করলো স্টাফ সিলেকশন কমিশন (SSC)। আজ বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু হয়েছে সিএইচএসএল ২০২৫ পরীক্ষার স্লট নির্বাচন প্রক্রিয়া। যদিও SSC-র পূর্ব ঘোষণা অনুযায়ী, সিএইচএসএল (CHSL) পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৮ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এবার থেকে আবেদনকারীরা তাদের নিজের পছন্দমতো শহর, তারিখ ও শিফট অনলাইনে বেছে নিতে পারবেন । এই সুযোগ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। যা পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে জানায় কমিশন।

বিজ্ঞপ্তি‌তে বলা হয়েছে , SSC CHSl 2025 টিয়ার-১ পরীক্ষা শুরু হবে আগামী ১২ নভেম্বর ২০২৫ থেকে ।

কী ভাবে করতে হবে স্লট বুকিং?

১. প্রথমত, আবেদনকারীকে SSC এর অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে যেতে হবে।
২. এরপর সেখানে লগ‌ইন করতে স্লট সিলেকশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে।
৩. সেখান থেকে ম্যাই অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে সেলফ স্লট সিলেকশন (Self Slot Selection) লেখায় ক্লিক করতে হবে ‌। এরপর সেখান থেকে পচ্ছন্দের শহর, দিন ও শিফট বেছে নেওয়ার পর সেভ অ্যান্ড সামমিট‌ করতে হবে। তারপর সেটিকে ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে।

SSC CHSL 2025: SSC নতুন সিদ্ধান্ত এখন থেকে পরীক্ষার্থীরা নিজেরাই বেছে নিতে পারবেন পরীক্ষা সেন্টার,তারিখ ও শিফট জানুন বিস্তারিত!

Related News