ঐক্যশ্রী,বিবেকানন্দ, SC/ST/OBC, নবান্ন, উত্তরকন্যা স্কলারশিপ অনলাইন আবেদন
আপনি যদি এখনো পর্যন্ত স্কলারশিপের টাকা না পেয়ে থাকেন।তাহলে আপনি খুব সহজেই চেক করে দেখে নিতে পারবেন যে,স্কলারশিপের টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে।আমরা আজকে ঐক্যশ্রী স্কলারশিপ(Aikyashree Scholarship), Oasis Scholarship, Swami Vivekananda Scholarship, Rupashree Prakalpa, Kanyashree Prakalpa, K2,K3, Minority Scholarship ইত্যাদি স্কলারশিপের টাকা কবে পাবেন কিভাবে আপনি বুঝবেন তা দেখে নিচ্ছি।
আপনি যদি নতুন করে আবেদন করেন কিংবা রিনুয়াল করেন,কিন্তু টাকা পাননি? তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার একাউন্টে কবে টাকা আসবে।প্রথমে আমরা দেখে নিচ্ছি ঐক্যশ্রী স্কলারশিপ। আপনি যদি ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেন কিন্তু টাকা যদি এখনো না পেয়ে থাকেন,তাহলে কেন পাচ্ছেন না।
তা আগে আপনাকে চেক করে দেখে নিতে হবে।এরজন্য Aikyashree Scholarship এর ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।সেখান থেকে আপনার Status চেক করে দেখে নিতে হবে,যে স্কলারশিপের আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল করা হয়েছে।
Aikyashree Scholarship এর আইডি কিংবা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করলেই দেখতে পারবেন,আপনার আবেদন কতদূর কি হয়েছে। কোন পর্যায় পর্যন্ত Verification হয়েছে, যদি Lot Number চলে আসে তাহলে খুব তাড়াতাড়ি আপনার একাউন্টে টাকা চলে আসবে। ঐক্যশ্রী স্কলারশিপ ওয়েবসাইট লিংকঃ–
https://serv2.wbmdfcscholarship.org/main/track_appli1
Oasis Scholarship – এই স্কলারশিপে SC/ST/OBC প্রতিটি জাতির প্রত্যেক ছাত্র ছাত্রী আবেদন করতে পারেন।যদি আপনি এই স্কলারশিপে আবেদন করেছেন। কিন্তু এখনো টাকা পাননি, তাহলে আপনি Status চেক করে দেখে নিতে পারেন যে আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল করা হয়েছে। Oasis Scholarship Status Check & Website Link:- https://oasis.gov.in/apps/portal/students/track_status.bcw
গরীব পরিবারের মেয়েদের বিয়েতে সাহায্য করার জন্য রাজ্য সরকারের একটি প্রকল্প রুপশ্রী প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে রাজ্য সরকার সেই মেয়ের একাউন্টে সরাসরি ২৫ হাজার টাকা পাঠিয়ে দেয়।শর্ত হলো মেয়ের এটিই প্রথম বিয়ে হতে হবে।বিয়ের ৩০-৬০ দিন আগে ফর্ম ফিলাপ করে জমা করতে হবে BDO Office / SDO Office / KMC তে।মেয়ের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর আর ছেলের বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর। এরপর ফর্ম BDO Office / SDO Office / KMC থেকে সংগ্রহ করে সেইখানে উপযুক্ত ডকুমেন্টস সহকারে জমা করলে,সেই মেয়ের একাউন্টে ভেরিফিকেশন করে টাকা পাঠিয়ে দেওয়া হয়।আপনি যদি আবেদন করে থাকেন কিন্তু টাকা এখনো না পেয়ে থাকেন তাহলে কিভাবে চেক করবেন যে আপনার টাকা আসছে কি না?
নাকি আবেদন বাতিল হয়েছে।এরজন্য Rupashree Prakalpa Website এ আপনাকে যেতে হবে।সেখানে Application Status নামে অপশনে ক্লিক করে Status Check করতে হবে। Rupashree Prakalpa Status Check Link :- https://wbrupashree.gov.in/admin/searchapplicant_public/Search_by_applicant_id/