রাজ্য সরকারের প্রকল্পের নতুন চাকরি সবাই আবেদন করুন আজকেই!

Published By: MD 360 NEWS | Updated:

রাজ্যে নতুন সরকারি চাকরির নোটিফিকেশন প্রকাশিত করা হলো।নিয়োগ করা হবে “আনন্দধারা” প্রকল্পের অধিনে।পশ্চিমবঙ্গে যেকোনো জেলার সংশ্লিষ্ট ব্লকের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কাঠামো কি রয়েছে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Community Resource Person।

শূন্যপদঃ– Community Resource Person পদে মোট ৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

বয়সঃ– এই পদে আবেদন করার জন্য ০১/০১/২০২৩ অনুয়ায়ী ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ– Community Resource Person পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা থাকতে হবে যেকোনো শাখায়।

নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে এই পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। প্রথমত নিজস্ব একটি বায়ো ডাটা, এরপর আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, কম্পিউটার সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েত শংসাপত্র, স্বনির্ভর দলের সদস্য থাকার প্রমান পত্র ইত্যাদি একটি মুখ বন্ধ খামে ভরিয়ে, নির্দিষ্ট ঠিকানায় সময় মতো জমা করতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ- Office of the Block Development Officer, Habra-II Development Block, Vill: Borobamunia, PO: Guma, PS: Ashoknagar, Dist: North 24 Parganas, Pin: 743704

আবেদনের শেষ তারিখঃ– ১৩/১০/২০২৩।

(বিঃদ্রঃ- আবেদন করার পূর্বে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন,তারপর আবেদন করুন।) 

Official Website:- Click

Official Notification:- Download 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক