মাধ্যমিক পাশ যোগ্যতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ।পশ্চিমবঙ্গের যেকোনো জেলা কিংবা ব্লক থেকে প্রত্যেক যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হচ্ছে RUSA 2.0 Project এ Technical Assistant and Peon পদে। কিভাবে আবেদন করবেন,কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কত বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
পদের নাম(Post Name):- Peon(পিওন)।
যোগ্যতা( Education Qualification):– পিওন পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে মাধ্যমিক পাশ। পাশাপাশি বাংলা ও ইংরেজি জানতে হবে।
বয়স(Age Limit):- Peon পদে আবেদন করতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর চাওয়া হয়েছে।
বেতন(Salary):- এই পদে কর্মরত কর্মীদের প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
পদের নামঃ- Technical Assistant
যোগ্যতাঃ– 60% নম্বর সহ স্নাতক পাশ করা থাকতে হবে অনার্স এ।পাশাপাশি কম্পিউটার জানা ও বাংলা – ইংরেজি বিষয়ে দক্ষতা থাকতে হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সঃ– এই পদে বয়স থাকতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনঃ– Technical Assistant পদে প্রতি মাসে চাকরি প্রার্থীদের বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা করে।
আবেদন পদ্ধতিঃ– Technical Assistant এবং Peon পদে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য একটি BIO-DATA তৈরি করে ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
BIO-DATA তে যে সমস্ত বিষয় তুলে ধরতে হবে তা হলো-
a. Name:
b. Date of Birth:
c. Age:
d. Gender:
e. Permanent Address:
f. Current Address:
g. Mobile No.:
h. Email ID:
i. Qualification:
j. Additional Qualification:
k. Experience:
l. Current employment details:
m. PAN No.:
n. Aadhaar/ EPIC No:
আবেদন পত্র জমা করার ঠিকানাঃ– To The Office Of The Registrar, University Of Calcutta
আবেদনের শেষ তারিখঃ– 18th December 2023
Notification Download Link:- Click