আশা পদে চাকরি, মাধ্যমিক পাশ শুধু 2022 এইভাবে আবেদন করুন

Published By: MD 360 NEWS | Updated:

চাকুরী প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই আশা কর্মী পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আরও এক জেলা থেকে আশা কর্মী(Asha Karmi Recruitment 2022) পদে কর্মী নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো। সব জেলার চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে ও আমাদের Md 360 News ওয়েবসাইটে প্রতিনিয়ত চোখ রাখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য মিশন অধিকর্তা এর তরফ থেকে কোচবিহার সদর/দিনহাটা/মাথাভাঙ্গা/তুফানগঞ্জ/মেখলিগঞ্জ মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এই সমন্ধিত বিস্তারিত নীচে উল্লেখ করা হলো-

পদের নাম:-ASHA
বয়সসীমা:-সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে(01/01/2022তারিখ অনুযায়ী)।
তবে,তাপশিলি জাতি উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা:-
1.শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে।
2. বিবাহিত /বিধবা/বিবাহ বিচ্ছিন্না হতে হবে।
3.প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে।


প্রয়োজনীয় নথিপত্র:-
1.বয়সের প্রমান পত্র(মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্ম শংসাপত্র )
2.ভোটার কার্ড/রেশন কার্ড।
3.বিবাহিত/বিধবা/বিবাহ বিচ্ছেদের শংসাপত্র।
4.প্রার্থীর স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজ ফটো।
5.জাতিগত শংসাপত্র
6.মাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
7.উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী যুক্ত সদস্য/প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমান পত্র(প্রযোজ্য হলে)।

শূন্যপদ:-28টি

আবেদনের পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। প্রথমে আবেদন ফর্মটিকে ফিলাপ করে নিকটবর্তী নিজ নিজ বি.ডি.ও অফিসে জমা করতে হবে,নির্দিষ্ট ড্রপ বক্সে। সাথে সমস্ত ডকুমেন্টস এর জেরক্স।

আবেদনের শেষ তারিখ:-18/01/2022 তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতিঃ- নিয়োগ করা হবে শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ কবে কোথায় হবে তা জানতে পারবেন, নিজ নিজ এলাকায় B.D.O & S.D.O Office এর অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন টি ভালো ভাবে দেখে নিনঃ- ডাউনলোড

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক