এই আধার কার্ড সবার ডাউনলোড করতে হবে,কেন দেখুন!
বর্তমান দিনে আধার কার্ড এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কেউ টাকা তুলে নিচ্ছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন। ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি মানুষদের ও একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বারংবার উঠছে সংবাদপত্রে শিরোনামে।
আসলে কিভাবে এই টাকা তোলা হচ্ছে।বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিচ্ছে কেউ বলছে হাতের ছাপ চুরি করে টাকা তোলা হচ্ছে, কেউ বলছে আধার কার্ড নাম্বার এর মাধ্যমে টাকা তোলা হচ্ছে।
তাহলে প্রশ্ন জাগতে পারে, এই আধার কার্ড নাম্বার কোথায় পাড়ছে দুষ্কৃতিরা। আসলে আমরা যখন হোটেলে কিংবা কোনো কাজে ডকুমেন্টস এর প্রমাণ পত্র হিসাবে আধার কার্ড এর জেরক্স দিয়ে থাকি,তখন সেখান থেকেই ওনারা আমাদের আধার কার্ড নাম্বার হাতিয়ে নিয়ে এই ধরনের কুকর্ম করে থাকে।
তাহলে এই সমস্ত সমস্যা থেকে বাঁচার উপায় কি রয়েছে? কিভাবে আমাদের আধার কার্ড নাম্বারকে সুরক্ষিত রাখবো। এরজন্য আমাদের দরকার Masked Aadhaar card, যার মাধ্যমে আমাদের আধার কার্ড এর ৮ টি সংখ্যা XXXX করে থাকবে ও বাকি শেষ চারটি সংখ্যা দেখা যাবে। Uidai এর তরথ থেকে বলা হয়েছে,Masked আধার কার্ড বৈধ একটি আধার কার্ড।
How To Download Masked Aadhaar Card
১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log In এ ক্লিক করে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) এরপর Aadhaar Card Download অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী ধাপে I Want a Masked Aadhaar Card বক্সে টিক মার্ক দিন।
৫) এরপর ডাউনলোড এ ক্লিক করুন।
৬) এরপর পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আধার কার্ডটি ওপেন করুন। পাসওয়ার্ড এর একটি উদাহারন- আপনার নাম RAMESH BARMAN আর জন্ম তারিখ 03/09/1996
তাহলে পাসওয়ার্ড হবে RAME1996 অর্থাৎ নামের প্রথম ৪ টি সংখ্যা ও জন্ম তারিখ টর শেষ চারটি সংখ্যা অর্থাৎ শুধু সালটি।
My Aadhaar Official Website Link:- ক্লিক
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক