চাকরি

১৫ হাজার টাকা মাসে,ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি,ইন্টারভিউ এর মাধ্যমে!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকরি প্রার্থীদের জন্য সুখবর,Indian Agricultural Research Institute এর কালিম্পং শাখাতে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে Field Assistant Cum Data Entry Operator পদে। কিভাবে আবেদন করবেন, বেতন কি রয়েছে, ডকুমেন্টস কি কি লাগবে,ইন্টারভিউ এর স্থান ও তারিখ নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Field Assistant Cum Data Entry Operator।
বয়সঃ- ৩৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনঃ– ডাটা এন্ট্রি অপারেটর পদে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা করে মাসিক।


যোগ্যতাঃ– গ্রাজুয়েশন বা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে। এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাংলা কিংবা নেপালী ভাষা জানতে হবে।

আবেদন পদ্ধতিঃ– ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নির্দিষ্ট সময়ে অর্থাৎ ইন্টারভিউ এর দিন উপযুক্ত ডকুমেন্টস সহ আবেদন ফর্ম ফিলাপ করে নিয়ে যেতে হবে।
ডকুমেন্টসঃ
১) আধার কার্ড/ভোটার কার্ড।
২) পাসপোর্ট সাইজের ফটো।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান।
৪) উক্ত কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) আবেদন ফর্ম ইত্যাদি।

ইন্টারভিউের স্থানঃ– The Training Hall,
ICAR-IARI Regional Station. Kalimpong, West Bengal.
ইন্টারভিউের তারিখঃ– 02.11.2023, সময়ঃ- 10.00-10.30 AM

Website Link:- Click
Notification Download Link:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম কিংবা WhatsApp গ্রুপে যুক্ত হন লিংক 

Related Articles

Back to top button