মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি

WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

““Begum Hazrat Mahal National Scholarship” টি সংখ্যালঘু মেধাবী ছাত্রীদের জন্য আগে এই স্কলারশিপ “Maulana Azad National
Scholarship” নামে পরিচিত ছিল। সংখ্যালঘু মেধাবী মেয়েদের জন্য এই বৃত্তি চালু করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী (প্রয়াত) অটল বিহারী বাজপেয়ী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

Maulana Azad National
Scholarship Amount:-

বৃত্তির পরিমাণ প্রত্যেক ক্লাস নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য 5000/- টাকা প্রদান করা হবে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য জন্য 6000/- টাকা করে বৃত্তি দেওয়া হবে।

কিভাবে পড়ুয়াদের যাচাই করা হয়ঃ-
১) পড়ুয়াদের শেষ পরীক্ষার নাম্বারের ওপর।
২) পিতামাতার/অভিভাবকের বার্ষিক আয়।

স্কলারশিপে আবেদন করার যোগ্যতাঃ-

১) খ্রিষ্টান, শিখ, মুসলিম, বুদ্ধিস্ট, পার্সি এবং জৈন সম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র মেয়ে পড়ুয়ারা আবেদন করতে পারবে।
২) আবেদন করার জন্য কমপক্ষে ৫০% নাম্বার থাকতে হবে শেষ পরীক্ষায়।
৩) পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৪) SC/ST/OBC – জাতিগত শংসাপত্র লাগবে।
৫) স্কলারশিপ পেতে হলে পূর্ববর্তী ক্লাসে ভর্তি হতে হবে।
৬) কেউ ফেল করে থাকলে আবেদন করতে পারবেন না।
৭) একই পরিবারে একই ক্লাসে দুজনের বেশি বৃত্তি দেওয়া হবে না ।

স্কলারশিপ এর টাকা কিভাবে আসবেঃ– এই স্কলারশিপ এর টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

আবেদন পদ্ধতিঃ– এই স্কলারশিপ এ আবেদন করার জন্য সমস্ত ছাত্রীদের বাধ্যতামূলক www.scholarships.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

Official Website:- http://www.scholarships.gov.in

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

Related News