চাকরি

পৌরসভায় গ্রূপ-ডি কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের পৌরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যকেই আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি পাশ, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– কুক (অতিথি নিবাসের জন্য) [Cook for Athiti Niwas]
শূন্যপদঃ– এই পদে শূন্যপদ রয়েছে ১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ- শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ ও এই কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বয়সঃ– ০১/০১/২০১১ তারিখের মধ্যে প্রার্থীর বয়স থাকতে হবে ২০ বছরের মধ্যে।
বেতনঃ– এই পদে বেতন দেওয়া হবে ১১০০০ টাকা করে প্রতি মাসে।

পদের নামঃ– সার্ভেয়র(Surveyor)
শূন্যপদঃ– Surveyor পদে মোট শূন্যপদ রয়েছে ২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ Surveyor পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে মাধ্যমিক পাশ বা তার সমতূল্য পরীক্ষায় পাশ।পাশাপাশি এই কাজে কাজ করার ৫ বছরের অভিজ্ঞতা লাগবে।
বয়সঃ– বয়স থাকতে হবে ০১/০১/২০২১ তারিখের মধ্যে ২১ বছরের মধ্যে।
বেতনঃ– বেতন দেওয়া হবে প্রতি মাসে এই পদে ১৫০০০ টাকা করে।

পদের নাম- OSD (legal)
শূন্যপদ-এই পেদ মোট শূন্যপদ ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে LLB কোর্স করে থাকতে হবে সঙ্গে লিগেল মেটার নিয়ে অন্ততপক্ষে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স– ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন– প্রতি মাসে ১৬,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নামঃ– ম্যানেজার(Manager for Athiti Niwas)
শূন্যপদঃ– এই পদে মোট শূন্যপদ ১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো স্বীকৃতি প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রার্থীকে MBA/Hotel management এ পাশ থাকতে হবে।এর পাশাপাশি এই কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ– বয়স থাকতে হবে ০১/০১/২০২১ তারিখের মধ্যে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনঃ– ৩০০০০ টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এই পদে।

পদের নাম- SAE (Mechanical)
শূন্যপদ– এই পদে মোট শূন্যপদ ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– এই পেদ আবেদন করতে চাইলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে শিক্ষার্থীকে।
বয়স– ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।
বেতন– প্রতি মাসে ১৬,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম- SAE (Electrical )
শূন্যপদ– এই পদে মোট শূন্যপদ ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা– এই পেদ আবেদন করতে চাইলে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে শিক্ষার্থীকে।
বয়স– ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।
বেতন– প্রতি মাসে ১৬,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

পদের নাম– IT Personal
শূন্যপদ– এই পদে মোট শূন্যপদ ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে BCA/ BSC/ Information Technology বিষয়ে ডিগ্রী কোর্স লাগবে।
বয়স– ০১/০১/২০২১ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ২১ বছরের মধ্যে হতে হবে।
বেতন– এই পদে প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি– আবেদন করতে হবে প্রার্থীকে অফলাইনের মাধ্যমে। একটি সাদা কাগজে বায়ো ডাটা প্রিন্ট আউট করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, ২০২১ বিকেল ৪.৩০।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ The Commissioner, Siliguri Municipal Corporation,Baghajatin Road, P.O- Siliguri, Dist- Darjeeling, Pin- 734001.

নিয়োগ পদ্ধতিঃ
নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করবে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। ইন্টারভিউ এর তারিখ প্রকাশিত হলে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে জানতে পারবেন।

ইন্টারভিউয়ের স্থানঃ The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, P.O- Siliguri, Dist- Darjeeling, Pin- 734001

অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ-

অফিসিয়াল নোটিফিকেশন লিংকঃ-

Related Articles

Back to top button