আপনার আধার কার্ড দিয়ে কে কে সিম কার্ড তুলেছে দেখুন লিস্ট, tafcop.dgtelecom.gov.in

Published By: MD 360 NEWS | Updated:

আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডকুমেন্টস বা আপনার আইডি নাম্বার দিয়ে কে কে সিম কার্ড তুলেছে।আগে এসব জানা খুবই কঠিন ছিলো।কিন্তু এখন তা হাতের মুঠোয়,সরকার আনলো নতুন ওয়েবসাইট। যার মাধ্যমে দেখে নিতে পারবেন, আপনার আইডি নাম্বার দিয়ে কে কে সিম কার্ড তুলেছে ও কতগুলো নাম্বার চালু আছে।সামান্য কিছু পদ্ধতি ফলো করলেই দেখতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথমে আপনাকে গুগলে আসতে হবে,এরপর লিখতে হবে গুগলে tafcop.dgtelecom.gov.in তাহলেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইট লিংকঃ-

ওয়েবসাইটে আসার পরঃ-
একটি মোবাইল নাম্বার দিন,মোবাইলে ওটিপি আসলে তা দিয়ে Validate এ ক্লিক করে পরবর্তী পেজে আসতে হবে।এখানে সমস্ত মোবাইল নাম্বার দেখা যাবে, এরপর এখান থেকে যেই মোবাইল নাম্বার গুলো নয় তা সিলেক্ট করে রিপোর্ট করলেই বন্ধ হয়ে যাবে।

তবে এই ওয়েবসাইটে এখনো কাজ চলছে তাই,কিছু কিছু জায়গা নাও নিতে পারে, পরবর্তীতে চেষ্টা করবেন।