অনলাইনে নতুন করে ভোটার কার্ডের কাজ শুরু হয়ে গেলো।এখন নতুন ভোটার কার্ড তৈরি করুন অনলাইনে। কোথাও যেতে হবে না ভোটার কার্ড তৈরি করার জন্য, বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন দিয়েই ভোটার কার্ড বানিয়ে ফেলুন নিচের কয়েকটি ধাপ ফলো করে।
আপনার বয়স ১৮ বছর না হয়ে থাকলেও আপনি ভোটার কার্ড এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। ১৭ বছর বয়স থেকেই ভোটার কার্ড এর ফর্ম ফিলাপ করতে পারবেন, ভোটার কার্ড আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন আজকের প্রতিবেদনটি ভালো ভাবে দেখুন।
ভোটার কার্ড তৈরি করতে কি কি ডকুমেন্টস লাগবেঃ-
১) পাসপোর্ট সাইজের কালার ফটো।
২) বয়সের প্রমান পত্র।
৩) ঠিকানার প্রমাণ পত্র।
How To Apply Voter Id Card Online / Voter Card Online Apply West Bengal / Voter Id Card Online Apply
১) প্রথমে Play Store থেকে Voter Helpline App ডাউনলোড করুন।৷ নিচের লিংকে ক্লিক করেও সরাসরি App টি DOWNLOAD করুন।
২) এরপর App টি Open করুন,তারপর Voter Register এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে New Voter Registration(From-6) এ ক্লিক করুন।
৪) এরপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন, এরপর নাম,ঠিকানা, ফটো, ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন।
৫) এরপর App এ থাকা Explore এ ক্লিক করে Status Of Application এ ক্লিক করে রেফারেন্স নাম্বার বসিয়ে দিয়ে Status দেখে নিন।
৬) Epic Number তৈরি হয়ে গেলে,আপনি আপনার ভোটার কার্ড নিকটবর্তী পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন।
Voter Helpline App Download Link:- Click