চাকরি

WBCS 2023 ফর্ম ফিলাপ কিভাবে করবেন দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

WBCS 2023 Form Fill Up শুরু হয়ে গেলো। প্রত্যেক ভারতীয় নাগরিকরা West Bengal Civil Service পরীক্ষায় বসতে পারবেন। কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে? তা আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করে নিচ্ছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBCS Form Fill Up 2023 Process. WBCS Online Form Fill Up 2023

যোগ্যতা:- গ্রাজুয়েশন পাশ থাকতে হবে।

বয়স:- ২১ থেকে ৩৬ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন:-
Group A:- 56,100 থেকে 1,44,300/-
Group B:- 56,100 থেকে 1,44,300/-
Group C:- 42,600 থেকে 1,09,800/-
Group D:- 32,100 থেকে 82,900/-

WBCS Online Form Fill Up 2023:-

১) প্রথমে আপনাকে wbpsc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর ONE TIME REGISTRATION এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Mobile নাম্বার, একটি Password বসিয়ে দিন,সেই পাসওয়ার্ড Confirm করুন, Email Id,Name,Date of Birth,Father Name,Mother Name বসিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।
৪) এরপর রেজিস্ট্রেশন হয়ে গেলে LOGIN IF ALREADY REGISTRED এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে Enrollment Number & Password দিয়ে Sign In করুন।

৬) এরপর ফটো ও সিগনেচার আপলোড করুন।

৭) এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ এর নাম্বার, কবে পাশ করেছেন, কোন বোর্ড থেকে তা বসিয়ে সাবমিট করলেই রেজিষ্ট্রেশন হয়ে যাবে।

আবেদন ফি:- OBC, GEN 210 টাকা। SC,ST,PWD দের আবেদন ফি লাগবে না।

WBCS Exam Form Fill Up 2023 Last Date:- 21st March, 2023 (upto 3:00 pm)

WEST BENGAL CIVIL SERVICE EXAMINATION 2023 Notification:- Download

WBCS Online Form Fill Up 2023 Website Link:- Click

WBCS 2023 Documents:-

১) পাসপোর্ট সাইজের ফটো (100KB)
২) সিগনেচার (10 To 20KB)
৩) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ নাম্বার।

WBCS Form Fill Up 2023

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক

Related Articles

Back to top button