চাকরি

খাদ্য দপ্তরে ফুড সাব-ইন্সপেক্টর(Food SI)পদে নিয়োগ নোটিশ

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে খাদ্য ও সরবরাহ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এর অধিনে ফুড সাব-ইন্সপেক্টর পদে (Food SI) পদে নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশিত করলো। যেখানে রাজ্যের ইচ্ছুক প্রার্থীরা,যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Food Sub-Inspector
বয়সঃ– ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করুন।

অথবা wbpsc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদন শুরু হবেঃ– ২৩/০৮/২০২৩ থেকে।

অফিসিয়াল নোটিফিকেশনঃডাউনলোড

অনলাইন আবেদন, সিলেবাস ও বিস্তারিত জানতে পারবেন, ২৩/০৮/২০২৩ তারিখে কিংবা তার আগে। এছাড়াও সমস্ত আপডেট সবার আগে পেতে Md 360 New পোর্টালটি সবসময় ফলো করুন।

Official Website:- ক্লিক

Related Articles

Back to top button