প্রকল্প

১০০ দিনের কাজের টাকা চেক মোবাইলে! জব কার্ডের টাকা চেক করুন অনলাইনে 2024!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শ্রমিকেরা তাদের ১০০ দিনের কাজের টাকা পেতে চলছে। কয়েকদিন আগেই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্যের শ্রমিকদের বকেয়া ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার দিতে চলছে। দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার দিচ্ছে না,অবশেষে রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই টাকা রাজ্যের শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “২১ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী ২১শে ফেব্রুয়ারী তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।”

আপনি কয়েকটি ধাপ ফলো করে আপনার জব কার্ডের টাকা অনলাইনে চেক করতে পারবেনঃ-

১) প্রথমে আপনাকে nrega.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Quick Access এ ক্লিক করুন, এরপর State Reports এ ক্লিক করুন।
৩) আপনার সামনে নতুন একটি পেজ আসবে,সেখান থেকে রাজ্যের নাম সিলেক্ট করুন।

৪) এরপর Transparency & Accountability অপশনে থাকা Job Cards কিংবা Muster roll অপশনে ক্লিক করে ডিটেইলস দেখে নিন।

Job Card Payment Status Check Link:- Click

Related Articles

Back to top button