চাকরি

WBPSC Clerk Exam Admit Card Download 2024: ক্লার্ক পরীক্ষা এডমিট ডাউনলোড পদ্ধতি!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে ক্লার্কশিপ পরীক্ষার দিনক্ষন ঘোষণা হলো। এদিন WBPSC এর তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হলো। এবার ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই দিন। এর পাশাপাশি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা কোন পোর্টাল থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Clerk Exam হতে চলছে 16ই নভেম্বর 2024 এবং 17 ই নভেম্বর 2024। এই দুইদিন অনুষ্ঠিত হবে ক্লার্কশিপ পরীক্ষা। প্রতিদিন দুটি করে সেশন এর পরীক্ষা হবে। 16ই নভেম্বর 2024 শনিবার পরীক্ষা শুরু হবে সকাল 9.30 মিনিটে এবং শেষ হবে সকাল 11 টায়, এরপর দ্বিতীয় সেশনের পরীক্ষা শুরু হবে দুপুর 2.30 মিনিট থেকে বিকেল 4.00 টা পর্যন্ত।

একইভাবে রবিবার অর্থাৎ 17ই নভেম্বর 2024 তারিখে ক্লার্কশিপ পরীক্ষা চলবে দুটি সেশনে। প্রথম সেশনে পরীক্ষা শুরু হবে সকাল 9 টা বেজে 30 মিনিট থেকে সকাল 11 টা পর্যন্ত। এরপর দ্বিতীয় সেশনের পরীক্ষা শুরু হবে দুপুর 2.30 মিনিটে এবং তা শেষ হবে বিকেল 4 ঘটিকায়।

ক্লার্কশিপ পরীক্ষার উত্তর লেখার জন্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সময় দেওয়া হয়েছে, 1 ঘন্টা 30 মিনিট। ক্লার্কশিপ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 2রা নভেম্বর 2024 তারিখ থেকে অনলাইনে। WBPSC Clerk Exam Admit Card Download করার জন্য psc.wb.gov.in এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে ও সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

WBPSC Clerk Exam Admit Card Download 2024 Process:-

ক) প্রথমে আপনাকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করেও সরাসরি আসতে পারবেন।

খ) এরপর ডানদিকে Candidate Corner এ থাকা Apply Online/Download Admit Card এ ক্লিক করুন।
গ) পরবর্তী পেজে, Download Admit Card এ ক্লিক করুন।

ঘ) এরপর ক্লার্কশিপ এর পাশে থাকা Click Here এ ক্লিক করুন।
ঙ) এরপর Activity তে থাকা Download Admit Card এ ক্লিক করুন।
চ) এরপর Application Id/Enrollment Id / প্রথম নাম ও জন্ম তারিখ উল্লেখ করে ডাউনলোডে ক্লিক করলে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

WBPSC Clerk Exam Admit Card Download Link:- Download Link

PSC CLERKSHIP ADMIT CARD DOWNLOAD 2024 Direct Link:- Click

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button