West Bengal 2002 & 2003 Voter List Download: পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ ভোটার এসআইআর। যেসকল ভোটারের নাম ২০০২ কিংবা ২০০৩ সালের ভোটার লিস্টে রয়েছে তাদের দিতে হবে না অতিরিক্ত কোনো নথি। তাহলে দেখে নিন কিভাবে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন। এছাড়াও নির্বাচন কমিশনের তরফ থেকে যেসকল বিধানসভার ২০০৩ সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই সকল বিধানসভার ২০০৩ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে কয়েকটি ধাপ ফলো করে। এছাড়াও ২০০৩ সালের ভোটার লিস্ট ও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, নির্দিষ্ট বিধানসভার অন্তর্গত ভোট কেন্দ্রের। ২০০২ কিংবা ২০০৩ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য দরকার পরবে – ভোটার ২০০২ কিংবা ২০০৩ সালের কোন জেলার অন্তর্গত বিধানসভায় ভোট দিয়েছে এবং ভোট কেন্দ্রের নাম।
যেসকল ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই কিন্তু তাদের বাবা কিংবা মায়ের নাম রয়েছে ২০০২ সালের কিংবা ২০০৩ সালের ভোটার লিস্টে। তাহলে সেই সকল ভোটারদেরও দিতে হবে না অতিরিক্ত কোনো নথি। নিচের কয়েকটি ধাপ ফলো করে সহজেই মোবাইল দিয়ে ডাউনলোড করে দেখে নিন ২০০২ কিংবা ২০০৩ সালের ভোটার লিস্টে আপনার কিংবা পরিবারের বাকি সদস্যদের নাম।
৪ নভেম্বর থেকে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে ভোটার গণনার ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ। এই সময়ে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে BLO এই গণনার ফর্ম (SIR Form 2025) দিয়ে আসবেন। প্রতিটি ভোটার পাবেন দুটো করে ফর্ম, পূরণ করা দুটি ফর্মের মধ্যে একটি ফর্ম ৪ঠা ডিসেম্বর এর মধ্যে BLO এর কাছে জমা করতে হবে। অপর একটি ফর্ম ভোটার তার কাছে রেখে দিবেন। এরপর ৯ই ডিসেম্বর ২০২৫ তারিখে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন। যেসকল ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় উঠবে না, তাঁরা ৮ই জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে দাবি ও আপত্তি জানাতে পারবেন। এরপর ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে উপযুক্ত নথি সহকারে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। এরপর নির্বাচন কমিশন ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবেন ৭ই ফেব্রুয়ারী ২০২৬ তারিখে।
পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ও ২০০৩ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, দেখে নেওয়া যাক –
পশ্চিমবঙ্গে শেষ ভোটার এসআইআর (SIR) অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছে ২০০২ সালে। নির্বাচন কমিশন ২০০২ সালের লিস্টের ভিত্তিতে চলতি এসআইআর এর কাজ সম্পন্ন করবেন। পশ্চিমবঙ্গের বেশ কিছু ভোট কেন্দ্রের ২০০২ সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি, এরফলে নির্বাচন কমিশন উক্ত বিধানসভার অন্তর্গত ভোট কেন্দ্রের ২০০৩ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এখন দেখুন ডাউনলোড পদ্ধতি –
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি জেলা ভিত্তিক ভোটার লিস্ট ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।
২) এরপর নিচে উল্লেখিত লিস্ট থেকে জেলার নাম দেখে নিন। এরপর পাশে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে বিধানসভা সিলেক্ট করুন, এরপর কোন ভোট কেন্দ্রের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন, তার পাশে থাকা Final Roll লেখায় ক্লিক করুন।
৪) এরপর একটি ডিসপ্লের মধ্যে ক্যাপচার কোড দেখা যাবে, তা নিচের বক্সে উল্লেখ করে Verify এ ক্লিক করুন।
৫) আপনার সামনে ২০০২ কিংবা ২০০৩ সালের ভোটার লিস্ট চলে আসবে। তবে মনে রাখবেন, যেসকল জেলার অন্তর্গত বিধানসভার ২০০৩ সালের লিস্ট প্রকাশ করেছে কমিশন, সেই সকল ভোট কেন্দ্রের শুধু ২০০৩ সালের ভোটার লিস্ট পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গের ২০০২ এবং ২০০৩ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক –
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
|---|---|---|
| ১ | বাঁকুড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২ | বীরভূম ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৩ | কোচবিহার ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৪ | দক্ষিণ চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৫ | দার্জিলিং ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৬ | হুগলি ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৭ | হাওড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৮ | জলপাইগুড়ি ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৯ | ঝাড়গ্রাম ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১০ | কলকাতা উত্তর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১১ | মালদা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১২ | মুর্শিদাবাদ ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৩ | নদীয়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৪ | উত্তর চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৫ | পূর্ব বর্ধমান ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৬ | পূর্ব মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৮ | পুরুলিয়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৯ | উত্তর দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২০ | দক্ষিণ দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২১ | কলকাতা দক্ষিণ ভোটার লিস্ট ডাউনলোড | Download |














