কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ 2024 পরীক্ষা ছাড়াই! 35 হাজার টাকা মাসে,আবেদন পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরির সুবর্ণ সুযোগ করে দিলো কলকাতা বিশ্ববিদ্যালয়। আপনি যদি লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি খুঁজছেন! তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 25/04/2024 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

নিয়োগ করা হবে Sr. Research Fellow পদে। লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হচ্ছে। দেখে নিন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি উল্লেখ করা হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে, কর্মরত প্রার্থীদের মাসিক বেতন কি রয়েছে, আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

Senior Research Fellow পদে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে 35 হাজার টাকা করে।

Senior Research Fellow পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে M. Tech (RPE) / M. Sc Electronic Science / M.Sc Physics কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন।

এই পদে আবেদন করার জন্য কোনো রকম বয়সের সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে যোগ্য সকল প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আবেদন নিয়ে কিংবা কোনোরকম জানার থাকলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জিমেইলে যোগাযোগ করতে পারবেন।

এই পদে আগে থেকে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন আবেদন পত্র সহ ডকুমেন্টস একসঙ্গে করে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 15/05/2024 তারিখে।

 

Calcutta University Senior Research Fellow Recruitment Notification 2024:- Download

Website Link:- Click