AIIMS Kalyani Job 2024: রাজ্যে কল্যাণীতে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি 2024, বেতন 39,100 টাকা! আবেদন করুন

Firdousi Begam
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

AIIMS Kalyani Job Vacancy 2024: আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য চাকরির সুবর্ণ সুযোগ! লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ এর মাধ্যমে। এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, AIIMS Kalyani থেকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আবেদন করতে পারবেন রাজ্যের সকল যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা। নিয়োগ করা হচ্ছে Junior Resident পদে। আজকের প্রতিবেদনে দেখে নিন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, মাসিক বেতন কত টাকা করে রয়েছে, আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

Junior Resident পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 33 বছর বয়সের মধ্যে।

Junior Resident পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে Level – 10 অনুযায়ী 15, হাজার 600 টাকা থেকে 39 হাজার 100 টাকা পর্যন্ত। এর পাশাপাশি গ্রেড পে রয়েছে 5 হাজার 400 টাকা।

এই পদে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ এর মাধ্যমে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করুন, এরপর বিজ্ঞপ্তির 5 ও 6 নং পেজে থাকা আবেদন ফর্মটি প্রিন্ট করে তা সঠিকভাবে ফিলাপ করুন। এরপর ডকুমেন্টস সহকারে Administrative Building, Ground Floor, Welcome Center of AIIMS, Kalyani, Pin – 741245 এই ঠিকানায় উপস্থিত হতে হবে 27/06/2024 তারিখে সকাল 9 টার মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত দেখে নিয়ে আবেদন করুন।

AIIMS Kalyani Junior Resident Recruitment Notification 2024:- Download