চাকরি

রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে অষ্টম শ্রেণি পাশে চাকরি 2024,ইন্টারভিউ এর মাধ্যমে! বেতন 29034 টাক,আবেদন পদ্ধতি দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

শুধু মাত্র অষ্টম শ্রেণি পাশ শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যের যোগ্য প্রার্থীকে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রাজ্যের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bidhan Chandra Krishi Viswavidyalaya থেকে প্রকাশিত নোটিফিকেশন DR/24/222। নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে Peon পদে।

পশ্চিমবঙ্গের যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা কিভাবে এই পদে আবেদন করবেন, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, মাসিক বেতন কত টাকা করে রয়েছে এই পদে? বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 29 হাজার 34 টাকা করে।

আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ। এর পাশাপাশি উক্ত পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এই পদে আবেদন করার জন্য বয়সের কোনো মানদণ্ড উল্লেখ করা হয়নি নোটিশে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের মানদণ্ড পূরণ করা থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, Peon পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর দিন সমস্ত নথি সহ নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। আবেদন করার পূর্বে নিচের লিংক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড(Download) করে সেখান থেকে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করুন।

ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 13/11/2024 তারিখে সকাল 11 টায়। ইন্টারভিউ এর স্থান DEE Building, Ground Floor।

Bidhan Chandra Krishi Viswavidyalaya Peon Job Notification Download 2024:- Download

Website Link:- Click

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button