পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য আরও একটি স্কলারশিপ JAGADIS BOSE NATIONAL
SCIENCE TALENT SCHOLARSHIP। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে পশ্চিমবঙ্গে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা। নির্বাচিত সকল সফল ছাত্র/ছাত্রীদের মেধাবৃত্তি ও বই কেনার টাকা দেওয়া হয়।
শুধু তাই নয় এখানে প্রথম দশজন ছেলে ও দশজন মেয়েকে দেওয়া হয় স্কলারশিপ টাকার পাশাপাশি একটি করে ল্যাপটপ ও। কিভাবে আবেদন করবেন JBNSTS 2022 Scholarship এ। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
JAGADIS BOSE NATIONAL
SCIENCE TALENT স্কলারশিপ এর যোগ্যতাঃ-
এই স্কলারশিপ এর মধ্যে ভাগ রয়েছে। মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য ও উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য। এছাড়াও ছেলে ও মেয়েদের জন্য স্কলারশিপ এর নাম ও একটু আলাদা রয়েছে।
SENIOR TALENT SEARCH TEST/সিনিয়র বৃত্তি পরীক্ষাঃ- যেসকল শিক্ষার্থীরা 2022 সালে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করছে কিংবা পরীক্ষা দিয়েছে এবং মৌলিক বিজ্ঞান( সাম্মানিক, বি.এস.এম.এস/)কারিগরি বিদ্যা/চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে যেকোনো শিক্ষাপ্রতিঠানে পড়াশোনা করছেন, তারা আবেদন করতে পারবেন।
SENIOR BIGYANI KANYA MEDHA/ সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিঃ– যেসকল ছাত্রীরা 2022 সালে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করছে কিংবা পরীক্ষা দিয়েছে এবং মৌলিক বিজ্ঞান( সাম্মানিক, বি.এস.এম.এস)কারিগরি বিদ্যা/চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে যেকোনো শিক্ষাপ্রতিঠানে পড়াশোনা করছেন, তারা আবেদন করতে পারবেন।
সিনিয়র বৃত্তি পরীক্ষায় প্রথম দশজন ছাত্র ও দশ জন ছাত্রীকে মেধাবৃত্তি ছাড়াও ল্যাপটপ দিয়ে পুরষ্কৃত করা হবে।
ডকুমেন্টসঃ–
১) মাধ্যমিক মার্কশীট।
২) উচ্চ মাধ্যমিক মার্কশীট।
৩) সিগনেচার।
৪) পাসপোর্ট সাইজের ফটো।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার পর কোথাও কোনো কিছু জমা করতে হবে না।
অনলাইন আবেদন লিংকঃ- Apply
JUNIOR TALENT SEARCH TEST / জুনিয়র বৃত্তি পরীক্ষাঃ- ২০২২ সালে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় ৭৫% নাম্বার পেয়ে পাশ করার পর,একাদশ শ্রেণিতে পশ্চিমবঙ্গের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্র-ছাত্রীরা এখানে আবেদন করতে পারবে।
JUNIOR BIGYANI KANYA MEDHA BRITTI/ জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তিঃ-
২০২২ সালে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় ৭৫% নাম্বার পেয়ে পাশ করার পর,একাদশ শ্রেণিতে পশ্চিমবঙ্গের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রীরা এখানে আবেদন করতে পারবে।
ডকুমেন্টসঃ–
১) মাধ্যমিক মার্কশীট।
২) ক্লাস ১১ এ ভর্তির রসিদ।
৩) মাধ্যমিক এডমিট কার্ড।
৪) সিগনেচার।
৫) পাসপোর্ট সাইজের কালার ফটো।
অনলাইন আবেদন লিংকঃ- Apply
আবেদন চলবেঃ- 31/07/2022 পর্যন্ত। পরীক্ষা হবে 21/08/2022।
এরপর পরীক্ষা কবে কোথায় হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত আপডেট পেয়ে যাবেন।
Website Link:- Check
স্কলারশিপ নিয়ে কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুনঃ- Jagadis Bose National Science Talent Search
1300, Rajdanga Main Road
Kasba, Kolkata – 700107, West Bengal, India
Phone : 033 2442 8270
Fax : 033 2442 8267
Email : [email protected]
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক