রেশন কার্ড আধার লিংক ছাড়াও মাল পাবেন,নমিনি ফর্ম ফিলাপ পদ্ধতি দেখুন

Published By: MD 360 NEWS | Updated:

Representative Nomination by Families not having anyAadhaar linked Member

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি আপনার রেশন কার্ড এর সাথে আধার কার্ড লিংক না থাকে, তাহলে কিন্তু আপনি রেশন পাবেন না।তবে চিন্তার কারন নেই রাজ্য সরকার আপনাদের সুবিধার্থে নতুন ফর্ম প্রকাশিত করলো। কি কাজ সেই ফর্মের? যদি আপনার রেশন কার্ড ও আধার কার্ড লিংক না থাকে? কিংবা রেশন কার্ড ও আধার কার্ড লিংক করার সময় হাতের ছাপ নিচ্ছে না? অথবা ৫ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড নেই, তারাও এখন এই ফর্ম ফিলাপ করে জমা দিলে রেশন পাবেন। এটি হলো নমিনি ফর্ম।

আপনি যাকে নমিনি রাখবেন তারা আপনার রেশন তুলে দিতে পারবেন। দেখুন কিভাবে ফর্মটি ফিলাপ করতে হবে ও কি কি ডকুমেন্টস লাগবে…Nomination Form for Drawing Ration


(Representative Nomination by Families not having any/ Aadhaar linked Member)

Nomination Form for Drawing Ration – 15 No Form Fill Up Process:-

১) প্রথমে আপনাকে রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম টি ডাউনলোড করতে হবে কিংবা নিকটবর্তী খাদ্য দপ্তর বা দুয়ারে সরকার ক্যাম্প থেকেও ফর্মটি সংগ্রহ করতে পারবেন।
২) এরপর আপনি কোন সমস্যার জন্য আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে পারেননি তা সিলেক্ট করুন।
৩) এরপর পার্ট ১ এ- পরিবারের সমস্ত উপভোক্তাদের নাম,রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি উল্লেখ করুন।
৪) এরপর আপনার যোগাযোগের তথ্য ও ঠিকানা বসিয়ে দিন।


৫) এরপর আপনি ছাড়াও আপনার রেশন কে কে তুলতে পারবে কাকে নমিনি রাখবেন তার নাম,রেশন কার্ড নাম্বার, ধরন, আধার কার্ড নাম্বার উল্লেখ করুন ।

৬) এরপর ফর্মে আবেদনকারী ও নমিনি দুজন যাকে রাখবেন তারা সিগনেচার করবে।
৭) এরপর ডকুমেন্টস সহকারে ফর্মটি নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে আসতে হবে।

তবে মনে রাখবেন সম্পূর্ণ ফর্মটি আপনাকে ইংরেজিতে ফিলাপ করতে হবে।

ফর্ম ডাউনলোড লিংক Bengali:- Download

Form Download Link English:- Download