SSC এর মাধ্যমে চাকরির সুবর্ণ সুযোগ দেখুন?

Published By: MD 360 NEWS | Updated:

Staff Commission এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করলো সরকার। আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যোগ্য ছাত্র ছাত্রী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি ভালো ভাবে পড়ুন।দেখে নিন বিস্তারিত,

পদের নাম :

যোগ্যতা :

বয়স:

বেতন:

আবেদন পদ্ধতি :

আবেদনের শেষ তারিখ :

পদের নাম = Young professional (IT)

শিক্ষাগত যোগ্যতা =( 1)এই পদে আবেদন করার জন্যে যোগ্য প্রার্থীকে BE / B. Tech / BCA ডিগ্রী থাকতে হবে।দেশের যে কোনো স্বকৃীত বিশ্ববিদ্যালয় থেকে,এবং এর পাশাপাশি 60% নাম্বার থাকতে হবে।

2)এবং এর পাশাপাশি আবেদন কারীকে প্রোগ্রামিং/নেটওয়ার্কিং/ কম্পিউটার/হার্ডওয়্যার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

বয়স = এই পদের জন্যে আবেদন কারীর বয়স বলা হয়েছে 32 বছর।

বেতন = এই পদে কর্মরত প্রার্থীদের বেতন প্রতিমাসে 30,000 টাকা করে দেওয়া হবে।

আবেদন ফি = এই পদে আবেদন করার জন্যে আবেদনকারীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

বিস্তারিত আসতেছে….