টেক টিপস

Uidai New Update: কাগজের আধার কার্ডের দিন শেষ! পাবেন মজবুত নিরাপদ QR কোড যুক্ত আধার কার্ড! কিভাবে দেখুন

কাগজের আধার কার্ডের দিন শেষ! Uidai দিচ্ছে নতুন ডিজিটাল Aadhaar Card। বাড়িতে বসে যতো খুশি ততো ডিজিটাল আধার কার্ড অর্ডার করুন।

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কাগজের আধার কার্ডের দিন শেষ! Uidai দিচ্ছে নতুন ডিজিটাল Aadhaar Card। বাড়িতে বসে যতো খুশি ততো ডিজিটাল আধার কার্ড অর্ডার করুন। আর তা পেয়ে যাবেন বাড়িতে বসে Post Office এর মাধ্যমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Uidai এর তরফ এই ডিজিটাল আধার কার্ডে রয়েছে অনেক সুবিধা। আধার কার্ডটি যেমন রয়েছে মজবুত,তেমনি থাকছে ওয়ালেটে বহন করার সুবিধা। পাশাপাশি এই ডিজিটাল আধার কার্ডে থাকবে নিরাপদ QR কোড এর পাশাপাশি হলোগ্রাম সহ নাম,ঠিকানা, ফটো, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি বিভিন্ন সুবিধা।

আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা থাকলেই যে আপনি PVC Aadhaar Card অর্ডার করতে পারবেন তা কিন্তু নয়! আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকলেও আপনি এই ডিজিটাল আধার কার্ড অনলাইনে বাড়িতে বসে অর্ডার করতে পারবেন।

মোবাইল ফোন হোক কিংবা কম্পিউটার বা লেপটপ, যেকোনো ডিভাইস থেকে আপনি Google এ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আধার কার্ড অর্ডার করতে পারবেন। এরজন্য শুধুমাত্র আপনাকে দিতে হবে 50 টাকা। আর পেয়ে যাবেন মজবুত ও নিরাপদ QR কোড যুক্ত একটি PVC Aadhar Card। দেখুন কিভাবে অর্ডার করবেন। নিচে মোবাইল নাম্বার লিংক কিংবা লিংক না থাকলে কিভাবে অর্ডার করবেন, দুই পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে।

PVC Aadhaar Card Order Online / How To Get PVC Aadhar Card Online

১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log in এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর Order PVC কার্ডে ক্লিক করে Next করুন।
৫) পরবর্তী পেজে T&C বক্সে টিক মার্ক দিয়ে অনলাইন পেমেন্ট করলেই অর্ডার হয়ে যাবে।
৬) আপনি একটি Acknowledgement Slip পেয়ে যাবেন, সেখানে থাকা SRN Number দিয়ে পরবর্তীতে আধার কার্ড কতদূরে রয়েছে, তার স্থিতি জানতে পারবেন।

Aadhaar Card Order Online / Aadhar Card Download Without OTP / PVC Aadhar Card Order Without OTP

১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Order Aadhaar PVC Card এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও My Mobile Number Is Not Registered এ ক্লিক করে নিচে একটি মোবাইল নাম্বার উল্লেখ করুন।
৪) এরপর Send OTP তে ক্লিক করতেই, আপনার মোবাইল নাম্বারে OTP আসবে তা উল্লেখ করে সাবমিট করুন।
৫) পরবর্তী পেজে 50 টাকা পেমেন্ট করুন ও আবেদন রিসিভ কপি রেখে দিন।

PVC Aadhaar Card Status Check Online / How To Check Aadhar Card Status Online

১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) পরবর্তী পেজে Check Aadhaar PVC Card Order Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আবেদন করার পর পাওয়া SRN Number উল্লেখ করুন ও নিচে থাকা ক্যাপচার উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৪) আপনার সামনে সমস্ত তথ্য চলে আসবে, সেখান থেকে দেখে নিন আধার কার্ডের বর্তমান স্থিতি কি রয়েছে।

Aadhaar Card Website Link:- Click

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button