পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী পড়ুয়াদের স্কলারশিপ আবেদন শুরু হলো দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পক্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে।এখানে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী সংক্রান্ত পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আবেদন করার শর্তঃ-
১) প্রতিবন্ধীকতা বিষয়ক শংসাপত্র থাকতে হবে।
২) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৩) ছাত্র ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে ও Account Number এ IFSC Code যেনো থাকে।
৪) শেষ ফাইনাল পরীক্ষায় ৪০%(চল্লিশ) নাম্বার পেতে হবে।
৫) রাজ্য সরকার ও কেন্দ্র সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ পেলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে পড়ুয়াদের অফলাইনে নির্দিষ্ট ফর্মে। পূরণ করা আবেদন পত্র ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রের জেরক্স জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে। আবেদন ফর্ম ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো….

আবেদনের শেষ তারিখঃ– ১৫ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত আবেদন চলবে।

Disability Scholarship Application Form Download Bangali Link:-

Download

Disability Scholarship Application Form English Download Link:- Download

Proforma For Income Certificate Download Link:- Download

Website Link:- Click