রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল(Aikyashree Portal) চালু করেছেন। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন অনলাইনে। সংখ্যালঘু সম্প্রদায় বলতে বোঝায় খ্রিষ্টান, শিখ, মুসলিম, বুদ্ধিস্ট, পার্সি এবং জৈন সম্প্রদায়কে। এই সমস্ত সম্প্রদায়ের ছাত্র ছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন।
ঐক্যশ্রী স্কলারশিপ( Aikyashree Scholarship 2022) এ ক্লাস ১(প্রথম) থেকে শুরু করে PH.D পর্যন্ত সমস্ত টেকনিক্যাল ও প্রোফেশনাল কোর্সের পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন।
ঐক্যশ্রী স্কলারশিপ( Aikyashree Scholarship Eligibility) আবেদনের যোগ্যতাঃ-
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পশ্চিমবঙ্গের মধ্যে স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের পাঠরত পড়ুয়া হতে হবে।
৩) এক এর বেশি সরকারি স্কলারশিপ এ আবেদন করলে স্কলারশিপ এর টাকা নাও আসতে পারে।
৪) পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে।
৫) বসবাসের প্রমান স্বরূপ – আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্টস থাকতে হবে।
৬) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৭) শেষ পরীক্ষায় ৫০% নাম্বার পেতে হবে।
ঐক্যশ্রী স্কলারশিপ কি কি ডকুমেন্টস( Aikyashree Scholarship Documents List) লাগবেঃ–
১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) ভর্তির রসিদ।
৩) ব্যাঙ্কের পাসবই।
৪) বসবাসের প্রমাণপত্র।
৫) ইনকাম সার্টিফিকেট।
৬) মাধ্যমিক এডমিট কার্ড মাধ্যমিক পাশ করলে।
Family Income এর মধ্যে থাকতে হবে 👇
ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন( Aikyashree Scholarship Online Apply 2022) পদ্ধতিঃ-
ঐক্যশ্রী স্কলারশিপ এ আবেদন করতে হয় অনলাইনে। ঐক্যশ্রী স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে পড়ুয়াদের। আবেদন করার পর আবেদন কপি ও সিগনেচার করে,ডকুমেন্টস সহকারে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমা করতে হবে।
ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন লিংকঃ– Apply
ঐক্যশ্রী স্কলারশিপ স্ট্যাটাস চেকঃ-
ঐক্যশ্রী স্কলারশিপ এ আবেদন করার পর অনলাইনেই দেখতে পারবেন যে, আপনার আবেদন এর এপ্রুভ গতি কতদূর অব্ধি এগিয়েছে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 অনলাইন আবেদন
১) ঐক্যশ্রী স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Student Area তে ক্লিক করুন।
৩) এরপর Track Application এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনার শিক্ষাপ্রতিষ্ঠান কোন জেলার মধ্যে তা সিলেক্ট করুন।
৫) এরপর কোন সালের আবেদন এর স্ট্যাটাস চেক করতে চান তা সিলেক্ট করে Application Id ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে সাবমিট করুন।
Aikyashree Scholarship Status Check Link:- Click
ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে আরও কিছু জানার থাকলে অফিসিয়াল নাম্বার কল করুনঃ- 1800-120-2130
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক