Aikyashree Scholarship 2024-25: ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি ও ডকুমেন্টস দেখুন 2024?
আজ থেকে রাজ্যে চালু হলো 2024-25 শিক্ষাবর্ষের ঐক্যশ্রী স্কলারশিপ 2024 আবেদন পদ্ধতি। রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ Aikyashree Scholarship। ঐক্যশ্রী স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়ারা ক্লাস ভিত্তিক বৃত্তির টাকা বেশি কম করে পেয়ে থাকেন।
প্রথম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, বিভিন্ন পেশাদার/প্রযুক্তিগত কোর্স,ডিপ্লোমা (পলিটেকনিক), ডিপ্লোমা ইন ফার্মেসি সহ ইঞ্জিনিয়ারিং, D.El.Ed, B.Ed, পিএইচডি ইত্যাদি কোর্সে পাঠরত পড়ুয়ারা বৃত্তি পেয়ে থাকেন।
ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল থেকে Pre-matric Scholarship,Post-matric Scholarship, Merit-cum- Means Scholarship, Under Talent Support Program ও Swami Vivekananda Merit Cum Means Scholarship আবেদন করতে পারবেন পড়ুয়ারা, দেখে নিন কোন স্কলারশিপ কাদের জন্য:
Pre-matric Scholarship 2024 Eligibility West Bengal:
১) প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৩) পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৪) শেষ পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে ( তবে ক্লাস-1-এর জন্য ছাড় রয়েছে)।
Post-matric Scholarship 2024 Eligibility West Bengal:
১) একাদশ শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৩) পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৪) শেষ পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে।
আরও পড়ুনঃ ন্যাশনাল মেরিট স্কলারশিপ 2024-25 ফর্ম ফিলাপ শুরু হলো,দেখুন!
Merit-cum- Means Scholarship 2024 Eligibility West Bengal:
১) স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পেশাদার/প্রযুক্তিগত কোর্সের পড়ুয়ারা যোগ্য।
২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৩) শিক্ষার্থীদের অবশ্যই একটি কারিগরি/প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে।
৪) শেষ উচ্চ মাধ্যমিক/স্নাতক পরীক্ষায় কমপক্ষে 50% নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে।
৫) পশ্চিমবঙ্গে বসবাসকারী কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরা যোগ্য নয় (তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্যতীত)। অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি প্রাপ্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে।
Under Talent Support Program Scholarship 2024 Eligibility West Bengal:
১) একাদশ শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছে (পেশাগত এবং প্রযুক্তিগত কোর্স ব্যতীত), সেই সকল পড়ুয়ারা আবেদনের যোগ্য।
২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৩) পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে।
৪) শেষ পরীক্ষায় 50% নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে।
Swami Vivekananda Merit Cum Means Scholarship 2024 Eligibility West Bengal:
১) একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স, B.Ed, D.El.Ed ইত্যাদি কোর্সে পাঠরত পড়ুয়ারা আবেদনের যোগ্য।
২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৩) পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত WBBSE/WBCHSE/WBBME/CBSE/ISC বা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত/অনুমোদিত স্বীকৃত প্রতিষ্ঠানগুলি থেকে পাশ করা থাকতে হবে।
৪) পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ 50 হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৫) উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরের জন্য 60%, স্নাতকোত্তর স্তরের জন্য 53% এবং স্নাতক স্তরে অনার্স বিষয় এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক স্তরের জন্য 55% নাম্বার থাকতে হবে।
ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন ডকুমেন্টস 2024:
১) আধার কার্ড।
২) আধার লিংক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার।
৩) শেষ পরীক্ষার মার্কশীট।
৪) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ (Distance এ পাঠরত পড়ুয়ারা আবেদনের যোগ্য নন)।
৫) জাতিগত শংসাপত্র।
৬) ইনকাম সার্টিফিকেট।
৭) বয়সের প্রমাণ পত্র ইত্যাদি।
Aikyashree Scholarship Online Apply 2024-25 West Bengal / Aikyashree Scholarship Form Fill Up 2024 Online Apply
১) প্রথমে আপনাকে www.wbmdfcscholarship.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Student Area তে ক্লিক করুন।
৩) এরপর Fresh Registration 2024-2025 এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন জেলায় তা সিলেক্ট করুন।
৫) পরবর্তী পেজে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি বসিয়ে দিয়ে Submit & Proceed এ ক্লিক করুন।
৬) পরবর্তী পেজে আপনার শিক্ষা প্রতিষ্ঠান ডিটেইলস উল্লেখ করুন ও কত নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৭) আপনার ক্লাস, শতকরা নাম্বার এর ভিত্তিতে কোন স্কলারশিপের জন্য যোগ্য তা চলে আসবে। এরপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড চলে আসবে।
৮) এরপর লগইন এ ক্লিক করে আইডি পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
৯) এরপর সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিলাপ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
১০) আবেদন হয়ে গেলে, আবেদন কপি প্রিন্ট করে সাথে সমস্ত নথি সহ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা করুন।
১১) আবেদন করার সময় কোনোরকম জানার থাকলে 1800-120-2130 এই নাম্বারে কল করুন।
Aikyashree Scholarship 2024-25 Status Check Online / Aikyashree Scholarship Status Check 2024-25
১) প্রথমে আপনাকে www.wbmdfcscholarship.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Student’s Area তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Track Application এ ক্লিক করুন।
৪) এরপর রেজিস্ট্রেশন শিক্ষা বর্ষ, জেলা, Application Id/Mobile Number, জন্ম তারিখ উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৫) এরপর দেখে নিন, আবেদন কোন পর্যায় পর্যন্ত ভেরিফিকেশন হয়েছে।
৬) Lot Number চলে আসলেই,আপনি স্কলারশিপের টাকা পেয়ে যাবেন।
Aikyashree Scholarship Website Link:- Apply