উচ্চ মাধ্যমিক পাশ থাকলেই পাবেন এবার এয়ার ইন্ডিয়াতে চাকরির সুযোগ। Cabin Crew পদে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত করলো Air India। যেখানে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে এরপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নামঃ– Cabin Crew (Female)
যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে কমপক্ষে ৫০% নাম্বার নিয়ে। পাশাপাশি ন্যূনতম উচ্চতা প্রয়োজন:-155 সেমি এবং ওজন- উচ্চতার অনুপাতে হিসাব করা হবে।
বয়সঃ– ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
ডকুমেন্টসঃ– Current Indian Passport, Pan Card and Aadhar Card।
নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।
ইন্টারভিউ এর স্থানঃ– Holiday Inn, Biswa Bangla Sarani,Near City Centre 2,Dash Drone, Newtown,Kolkata – 700136
ইন্টারভিউ এর তারিখ ও সময়ঃ– 18 AUGUST 2023, 09:30 AM TO 12:30 PM।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
এরপর মোবাইল নাম্বার, জিমেইল আইডি ও নাম,ঠিকানা বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে আইডি তৈরি করে, এরপর আবেদন করুন।
Air India Job Notification 2023:- Download
Air India Cabin Crew Online Apply Link:– Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন