প্রকল্প

বাংলা শস্য বীমা টাকা কবে দেবে 2024? টাকা দেওয়া শুরু হলো Bangla Shasya Bima প্রকল্পের, কত টাকা দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যের কৃষক বন্ধুদের জন্য সুখবর। কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাঠানোর পাশাপাশি, রাজ্য সরকার দিচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা 2024। রাজ্যের 2 লক্ষ 10 হাজার কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার দিচ্ছে বাংলা শস্য বীমার টাকা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গত 12ই জুন থেকে রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষক আবেদন করেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে চলতি মরশুমের টাকা।

কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা সর্বোচ্চ 10 হাজার টাকা ও সর্বনিম্ন 4 হাজার টাকা করে পেয়ে থাকেন বার্ষিক। এই টাকা দেওয়া হয় জমির পরিমাণ হিসাবে, যদি কৃষকেরা 1 একর জমি কিংবা তার বেশি জমি দিয়ে আবেদন করে থাকেন। তাহলে তাদের Bank Account এ দুটো কিস্তিতে 5 হাজার করে মোট 10 হাজার টাকা জমা হবে। এছাড়াও সর্বনিম্ন 2 হাজার করে দুটো কিস্তিতে 4 হাজার টাকা পাঠানো হয় এই প্রকল্পের মাধ্যমে।

রাজ্য সরকার চলতি মাসের 12 তারিখ থেকে কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের টাকা রাজ্যজুড়ে 1 কোটি 5 লক্ষ কৃষক ও বর্গাদারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2 হাজার 900 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের কাজ শুরু করেছে।

এর পাশাপাশি রাজ্যের কৃষকদের Bank খাতায় চলতি রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাঁদের Bank Account এ টাকা পাঠানো শুরু করে দিয়েছে, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায়।

বাংলা শস্য বীমা’র আওতায় সারা রাজ্যের 2 লক্ষ 10 হাজার কৃষককে রাজ্য সরকার সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করেছে গত 12 ই জুন 2024 থেকে।

বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে কৃষককে নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, বাংলা শস্য বীমা ফর্ম সংগ্রহ করে তা ডকুমেন্টস সহকারে সঠিক ভাবে ফিলাপ করে জমা করতে হবে। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা প্রতিকূল আবহাওয়ার কারণে যদি তাদের চাষের ক্ষতি হয়ে থাকে, তাহলে রাজ্য সরকার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক ক্ষতির টাকা পাঠিয়ে দিয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। এরজন্য কৃষকদের কোনো টাকা দিতে হয় না।

বাংলা শস্য বীমার টাকা 2024 ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে, আর বিশদে জানতে যোগাযোগ করুন এই নাম্বারে :- 18002095959 (Toll Free) কিংবা 8373094077 & 8336900632 নাম্বারে।

Bangla Shasya Bima From 2024 Download / বাংলা শস্য বীমা ফর্ম pdf 2024 / বাংলা শস্য বীমা ফর্ম pdf:- Click

বাংলা শস্য বীমার টাকা চেকঃ- Click

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button