রাজ্যের পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ ও চালু করেছেন। ঠিক তেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিঃ এর মত প্রফেশনাল কোর্স বিই / বি.টেক/ এমবিবিএস / আইন / নার্সিং / ফার্মেসি ইত্যাদি কোর্সের পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপ চালু করা হয়। ইতিমধ্যেই Nabanna Scholarship Online Apply শুরু হয়ে গেলো। কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকার স্কলারশিপ পাওয়া যায়, তা আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করছি।
নবান্ন স্কলারশিপ / উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার যোগ্যতা / Nabanna Scholarship Eligibility
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের/উচ্চ মাধ্যমিক বা সমমানের/আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে থেকে পাঠরত থাকতে হবে।
৩) মাধ্যমিক বা তার সমতূল্য পরীক্ষায়/উচ্চ মাধ্যমিক বা তার সমতূল্য পরীক্ষায় কমপক্ষে মোট ৫০% নাম্বার কিংবা উপরে মোট ৬০% নাম্বারের মধ্যে পেতে হবে(nabanna scholarship percentage 2023)।
৪) স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মোট 50% নাম্বার থেকে মোট 53% নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে(nabanna scholarship percentage)
৫) বার্ষিক পারিবারিক আয় 1,20,000/- টাকার মধ্যে থাকতে হবে।
৬) নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার পাশাপাশি অন্য কোনো সরকারি/বেসরকারি বৃত্তি/উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার সময় যা যা তথ্য উল্লেখ করতে হবেঃ-
আবেদন করার সময় আপনার নাগালের মধ্যে নিম্নলিখিত বিবরণ রাখুন
১) ছাত্র/ছাত্রীর নাম (দশম শ্রেণির এডমিট কার্ড দেখে উল্লেখ করতে হবে)।
২) অভিভাবকের নাম।
৩) বয়স।
৪) দশম শ্রেণির এডমিটের রোল নাম্বারনও কত সালে পাশ করেছেন।
৫) পিন নাম্বার সহ সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
৬) আবেদন(Apply Now) করার সময় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে, মোবাইলে OTP আসবে।
৭) ই-মেইল আইডি (ঐচ্ছিক)
৮) পড়ুয়ার নিজস্ব সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার (যেখানে অ্যাকাউন্ট নম্বর, IFS কোড, ব্যাঙ্কের নাম এবং শাখা উল্লেখ থাকবে)।
নবান্ন স্কলারশিপ / উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে / Nabanna Scholarship Documents List
১)আবেদনকারীকে নিজের হাতে আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র লিখতে হবে।যেখানে আপনার পারিবারিক সমস্যার কথা তুলে ধরতে হবে, পাশাপাশি ঠিকানা থেকে শুরু করে পিতা মাতার তথ্য ইত্যাদি উল্লেখ করে একটি দরখাস্ত লিখতে হবে।
২) স্থানীয় এমএলএ/এমপি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ।(Recommendation OF MLA/MP) এই ফর্মটি নিচে দেওয়া হলো ডাউনলোড লিংক।
৩) পারিবারিক আয়ের শংসাপত্র (ভারপ্রাপ্ত মন্ত্রী / প্রতিমন্ত্রী / ডিএম / এসডিও / বিডিও / যুগ্ম বিডিও / নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রে পৌরসভা এলাকা / জেলা প্রশাসকের পদমর্যাদার কর্মকর্তার কাছে নিতে হবে।
৪) শিক্ষার্থীর দ্বারা স্ব-ঘোষণা পত্র লাগবে। এই স্ব-ঘোষণাপত্রটি স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের প্রধানের কাছ থেকে স্বাক্ষর করে নিতে হবে।
৫) স্কুল / কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষ/সেমিস্টারের ভর্তির রসিদ।
৬) মাধ্যমিক পরীক্ষার Admit Card।
৭) শেষ পরীক্ষার মার্কশীট।
৮) ডিপ্লোমা ইঞ্জিঃ এর মত প্রফেশনাল কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড লাগবে- বিই / বি.টেক/ এমবিবিএস / আইন / নার্সিং / ফার্মেসি ইত্যাদি।
৯) উপরোক্ত প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য বরাদ্দ পত্র(Allotment letter)।
১০) আবেদনকারীর সক্রিয় সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাস বুকের প্রথম পৃষ্ঠা যেখানে A/c নম্বর, IFSC নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম উল্লেখ রয়েছে।
নবান্ন স্কলারশিপ / উত্তরকন্যা স্কলারশিপ অনলাইন আবেদন / chief minister relief fund scholarship 2023 / nabanna scholarship online apply 2023
১) প্রথমে আপনাকে Chief Minister’s Relief Fund এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংকটি নিচে দেওয়া রয়েছে-
২) এরপর Apply For Financial Assistance For Education এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Sign Up এ ক্লিক করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৪) এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন করুন।
৫) এরপর পরবর্তী পেজে ৩টি ধাপ ফিলাপ করতে হবে।
A) Basic Information:– নাম,অভিভাবকের নাম,মাধ্যমিক রোল নাম্বার,লিঙ্গ,ক্যাটাগরি,ধর্ম, ঠিকানা, পারিবারিক আয় ইত্যাদি উল্লেখ করে সাবমিট করলে দ্বিতীয় ধাপ চলে আসবে। দ্বিতীয় ধাপে আপনি আপনার রেজিষ্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন।
B) Assistance Related Information:- আপনি কোনো স্কলারশিপ পাচ্ছেন কি না,বর্তমানে কোন ক্লাসে পাঠরত,কোন বোর্ড/কাউন্সিল,স্কুল বা কলেজের নাম,বর্তমানে কোন ক্লাস পাশ করেছেন- কত সালে,কত নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে সাবমিট করতেই শেষ ধাপ অর্থাৎ তৃতীয় ধাপ চলে আসবে।
C) Document Upload & Final Submit:- তৃতীয় ধাপে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টস 500KB এর মধ্যে PDF আকারে আপলোড করতে হবে। ডকুমেন্টস গুলো শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সরকারি Group A অফিসারের কাছ থেকে Attested করে নিতে হবে। আবেদন করার ৯০ দিনের মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে।
ডকুমেন্টস গুলো হলো:-
i) Applicant Prayer
ii) Recommend Certificate By MP/MLA iii) Family Income Certificate
iv) Self Declaration of Student
v) Madhyamik Admit Card
vi) Last Examination Pass Mashet
vii) First Page of Bank Passbook
viii) Admission Recept Copy
এরপর ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। এরপর Print এ ক্লিক করে Application Copy Print করে রেখে দিন।
নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক / Nabanna Scholarship Status Check Online
১) প্রথমে আপনাকে Chief Minister’s Relief Fund এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর নিচে Check Application Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী ধাপে রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করে লগইন করুন।
৪) এরপর দেখে নিন,আবেদনের স্থিতি কি পর্যায়ে রয়েছে।
নবান্ন স্কলারশিপ সম্বন্ধে কোনোরকম অভিযোগ থাকলে নিচের দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুনঃ-
Contact Details for Educational Assistance
Chief Minister’s Office, Nabanna 325, Sarat Chatterjee Road Howrah – 711102
033 2253 5335
Monday to Friday – 10 am to 5.30 pm( Excluding Govt. Holidays )
Nabanna Scholarship Online Apply Link:- Click
Nabanna Scholarship Status Check Website Link:– Click
Nabanna Scholarship MLA/MP Recommendation From :- Download
Nabanna Scholarship Student Self Declaration From Download:– Link