মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। Nehru Yuva Kendra Sangathan এর তরফ থেকে এই নোটিফিকেশন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়েই National Youth Volunteer 2023-24 এ আবেদন করতে পারবেন।
NYV Recruitment 2023 তে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকতে হবে আর বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন।
NYKS Recruitment 2023 Apply Online
National Youth Volunteer 2023-24 এ অনলাইন আবেদন শুরু হয়ে গেলো।যদি আপনি National Youth Volunteer এ কাজ করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
National Youth Volunteer 2023-24 প্রথমে এখানে ট্রেনিং দেওয়া হবে, এরজন্য সম্মানীক সরূপ ৫০০০ টাকা করে মাসে মাসে দেওয়া হবে।
NYKS Recruitment 2023 Apply Online. National Youth Volunteer 2023 Online Apply
১) প্রথমে আপনাকে Nehru Yuva Kendra Sangathan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর National Youth Corps (NYV) এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Apply for NYV Selection এ ক্লিক করে Fill Form Online এ ক্লিক করুন।
৪) এরপর আপনি কোন জেলা থেকে আবেদন করতে চান তা সিলেক্ট করে সাবমিট করতেই আবেদন ফর্মটি চলে আসবে।
৫) পরবর্তী পেজে নাম,বাবা-মায়ের নাম,বয়স,ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা,আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৬) এরপর আপনি Application Number পেয়ে যাবেন, সেই নাম্বার দিয়ে Application Copy Print করতে হবে। এরজন্য Print Submitted Form এ ক্লিক করে Application Number & DOB বসিয়ে দিয়ে সাবমিট করলেই আবেদন কপি চলে আসবে।
National Youth Volunteer নিয়ে কোনোরকম জানার থাকলে নিচের লিংকে ক্লিক করে জেলা ভিত্তিক যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুনঃ- ক্লিক
National Youth Volunteer 2023-24 Last Date
National Youth Volunteer 2023-24 Online Apply Link:- Apply
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক নিচে দেওয়া হলোঃ-