Oasis Scholarship 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন আবেদন শুরু হলো। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীরা Oasis Scholarship 2025-26 – এ অনলাইন আবেদন জানাতে পারেন। রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপের (Scholarship 2025) মধ্যে Oasis Scholarship 2025 ও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ।
Oasis Scholarship এর মূল উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিক ভাবে দুর্বল ছাত্র ছাত্রীরা যাতে টাকার অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না পরে,এরজন্য এই স্কলারশিপ দিয়ে থাকে রাজ্য সরকার। Oasis Scholarship 2025 এর পাশাপাশি নবান্ন স্কলারশিপ 2025, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ ইত্যাদি নানান স্কলারশিপ রয়েছে।
Oasis Scholarship 2025-26 আবেদন করারা জন্য কি কি ডকুমেন্টস লাগবে / Oasis Scholarship 2025 Documents Required :
১) শিক্ষার্থীর আধার কার্ড,
২) শিক্ষার্থীর জাতিগত শংসাপত্র(SC/ST/OBC)।
৩) শিক্ষার্থীর মাধ্যমিক এডমিট কার্ড(মাধ্যমিক পাশ হলে)।
৪) শিক্ষার্থীর শেষ পরীক্ষার মার্কশীট।
৫) e District পোর্টাল থেকে তৈরি করা BDO ইনকাম সার্টিফিকেট।
৬) শিক্ষার্থীর জন্মের প্রমান পত্র / মাধ্যমিক এডমিট কার্ড।
৭) ব্যাঙ্ক পাশবই।
৮) স্কুল / কলেজে ভর্তির রসিদ।
Oasis Scholarship 2025-26 Online Apply West Bengal:
১) প্রথমে আপনাকে Oasis Scholarship এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করেও সরাসরি Oasis Scholarship এর অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর Student Registration এ ক্লিক করুন ও জেলার নাম সিলেক্ট করুন (নিজের/যে জেলায় শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত)।
৩) এরপর SC/ST/OBC সার্টিফিকেট নাম্বার ও Issue Date উল্লেখ করে রেজিস্ট্রেশন করুন – নাম,ঠিকানা, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ইত্যাদি উল্লেখ করে ।
৪) রেজিষ্ট্রেশন হয়ে গেলে, Acknowledgement Slip ডাউনলোড করুন। এরপর লগইনে ক্লিক করে আইডি ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
৫) এরপর ফর্মে থাকা বাকি তথ্য বাবার নাম, মায়ের নাম, শিক্ষাগত তথ্য, ব্যাঙ্কের তথ্য ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৬) আবেদন হয়ে গেলে আবেদন কপি ডাউনলোড করুন ও নিজের সিগনেচার, বাবার সিগনেচার ও সভাপতি/MLP/MP/BDO/SDO/Councillor ইত্যাদি একজন আধিকারিকের সিগনেচার নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা BDO অফিসে জমা করুন।
৭) এরপর আবেদন এপ্রুভ হয়ে গেলে, টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT Transfer) চলে আসবে। এছাড়াও Oasis Scholarship Status Check 2025 করে দেখে নিতে পারবেন, টাকা জমা হয়েছে কিনা।
Oasis Scholarship 2025-26 Status Check Online:
১) প্রথমে আপনাকে Oasis Scholarship এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি পোর্টালে আসতে পারবেন।
২) এরপর Track an Application এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে জেলা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Application Id, সেশন (2025-26) ও ক্যাপচার কোর্ড উল্লেখ করে Check Status এ ক্লিক করুন।
৫) এরপর দেখে নিন, আবেদন এপ্রুভ হয়েছে কিনা, এর পাশাপাশি কোন কোন ধাপ Verified হয়েছে।এরপর Lot Number চলে আসার 15-20 দিনের মধ্যে ব্যাঙ্কে টাকা চলে আসবে।
৬) আরও বিশদে জানতে অফিসিয়াল পোর্টাল ও জিমেইল [email protected] অথবা 8420023311 নাম্বারে যোগাযোগ করুন।
Oasis Scholarship 2025-26 Online Apply Link:– Apply Now
Oasis Scholarship 2025-26 Status Check:- Check Now
Oasis Scholarship 2025-26 Amount Chart: Oasis Scholarship এ কোন ক্লাসে কতবটাকা দেওয়া হয়, নিচের লিস্ট ডাউনলোড করে দেখে নিন-
Oasis Scholarship Amount List:- Download