প্রকল্প

PM Kisan eKYC Update – কিভাবে করবেন দেখুন,না হলে টাকা পাবেন না?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন ও টাকা পাচ্ছেন। কিংবা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন কেরেছেন কিন্তু টাকা পাচ্ছেন না! তবে আপনার নাম PM Kisan Samman Nidhi Yojana তে রেজিস্ট্রার আছে তাহলে আপনাকে PM Kisan ekyc Update করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি যদি PM Kisan eKYC Update না করেন তাহলে আপনার একাউন্টে পরবর্তী কিস্তির টাকা আসতে সমস্যা হতে পারে। কিন্তু কিভাবে আপনি PM Kisan ekyc Update করবেন ভাবছেন? চিন্তার কারন নেই, আপনি খুব সহজেই আপনার হাতের মোবাইল ফোন দিয়ে চটপট এই কাজটি সেরে ফেলতে পারবেন। দেখুন কিভাবে….

PM Kisan eKYC Update Step by Step….

১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো…

২) এরপর Farmers Corner এ eKYC অপশনে ক্লিক করুন।
৩) এরপর আপনি যেই কৃষকের e-KYC Update করতে চান তার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনি একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন ও Get Otp তে ক্লিক করুন।
৫) আপনার মোবাইলে একটি OTP আসবে সেটি বসিয়ে দিন। এখানে মনে রাখতে হবে এক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে।লিংক না থাকলে CSC Center থেকে করতে হবে। কিভাবে করবেন সেটি নিচে আলোচনা করা হয়েছে। এরপর ওটিপি বসিয়ে সাবমিট করতেই e-KYC Successful Submit হয়ে যাবে।

PM Kisan eKYC Update CSC Center…
যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনি CSC Center থেকে PM Kisan eKYC Update করতে পারবেন। শুধুমাত্র হাতের ছাপ দিয়েই eKYC Update Successful করতে পারবেন।

১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া রয়েছে….

২) এরপর CSC Log In এ ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে OTP/ Biometric Aadhaar Authentication এ ক্লিক করুন।
৪) এরপর আপনি যে কৃষকের eKYC Update করতে চান তার আধার কার্ড নাম্বার ও কেপচার কোর্ড বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন।
৫) এরপর পরবর্তী পেজে আপনি কিভাবে eKYC করতে চান সেটি সিলেক্ট করুন Fingerprints/ iris/OTP ।
৬) এরপর সেটির ছাপ নিয়ে সাবমিট করতেই PM Kisan eKYC Successful Submit হয়ে যাবে।

PM Kisan eKYC Update Link:- Click 

চাকরির আপডেট ও খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন👇

Related Articles

Back to top button