স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি 2023
পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক স্তর থেকে রিসার্চ স্তর পর্যন্ত সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship 2023)। অবশেষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ফর্ম ফিলাপ প্রক্রিয়া চালু হয়ে গেলো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা পাবেন ১২ হাজার টাকার স্কলারশিপ।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার শর্ত (Swami vivekananda Scholarship 2023 Eligibility):-
১) পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৩) মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০% নাম্বার পেয়ে পাশ করা থাকতে হবে।
৪) শিক্ষার্থীর নিজস্ব ব্যাঙ্ক অ্যকাউন্ট(Bank Account) নাম্বার থাকতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য ডকুমেন্টস (Swami Vivekananda Scholarship Online Apply Documents List 2023):-
১) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট আপলোড করতে হবে( উভয় দিক)।
২) শেষ বোর্ড/কাউন্সিল/বিশ্ববিদ্যালয়/কলেজ পরীক্ষার মার্কশিট (উভয় পক্ষ)
৩) স্কুল কিংবা কলেজে ভর্তির রসিদ কপি।
৪) বসবাসের প্রমাণপত্র হিসাবেঃ- Aadhaar ID/Voter ID/Ration card – যেকোনো একটি আপলোড করতে পারবেন।
৫) Bank Passbook এর প্রথম পাতা যেখানে Account No & IFSC Code রয়েছে, সেই পেজটি আপলোড করতে হবে।
৬) আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। ফটো এর সাইজ থাকবে 20KB-50KB JPEG/JPG, আর সিগনেচার আপলোড করতে হবে 10KB-20KB এর মাধ্যে।
এছাড়া উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস PDF আকারে আপলোড করতে হবে। ফটো ও সিগনেচার ছাড়া। PDF File সাইজ হতে হবে 400KB এর মধ্যে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন ২০২৩ (Swami Vivekananda Scholarship Online Apply 2023-24):-
১) প্রথমে আপনাকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ 2023 এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Registration অপশনে ক্লিক করুন। এরপর দুটো অপশন দেখা যাবে Topper & Non Topper। আপনি যদি ১ থেকে ১০ এর মধ্যে Rank করে থাকেন, তাহলে Topper সিলেক্ট করুন নয়তো Non Topper সিলেক্ট করুন।
Swami Vivekananda Scholarship Topper Form Fill Up 2023
1) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ওয়েবসাইটে আসার পর Registration এ ক্লিক করে Topper এ ক্লিক করুন। এরপর Application Type Select করুন নতুন আবেদন নাকি রেনুয়্যাল আবেদন। এরপর Proceed এ ক্লিক করুন।
2) পরবর্তী ধাপে সিলেক্ট করুন DIRECTORATE। মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক ইত্যাদি।
3) এরপর QUALIFIED EXAM DETAILS উল্লেখ করুনঃ- Last Qualified Exam,Board,Year,Mobile No,Roll No উল্লেখ করে দিন।
4) বর্তমানে কোন ক্লাসে পাঠরত(Present Course Details):- Course Name,Select State,Select District,Name Of Subdivision,Name Of Institution উল্লেখ করুন।
5) Basic Details:- Applicant Name,EMAIL ID,Banglarshiksha ID,Ration Card Number/Khadyasathi ID (যদি থাকে),Aadhaar,Religion উল্লেখ করুন।
6) ব্যাঙ্কের তথ্য উল্লেখ করুন( Bank Details):- BANK IFSC,BANK NAME,BRANCH NAME,ACCOUNT NUMBER,MICR CODE।
7) সব শেষ ডকুমেন্টস আপলোড করুন। ফটো, ভর্তির রসিদ, শেষ পরীক্ষার মার্কশীট, ব্যাঙ্কের পাশবই ও HOI Forwarding Letter। এর রেজিষ্ট্রেশন এ ক্লিক করলে আপনার আবেদন হয়ে যাবে।
Swami Vivekananda Scholarship HOI Forwarding Letter Download:- ডাউনলোড
Swami Vivekananda Scholarship Non Topper From Fill Up 2023-24
1) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ওয়েবসাইটে আসার পর Registration এ ক্লিক করে Non Topper এ ক্লিক করুন।
2) এরপর নিচে আসার পর বক্সে টিক মার্ক দেওয়ার পর Proceed for Registration এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে বিভিন্ন ক্যাটাগরি চলে আসবে।
DIRECTORATE OF SCHOOL EDUCATION (DSE):- মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের জন্য।
4) Details of Last Eligible Qualifying Board/Council/University Examination for Scholarship:- এখানে উল্লেখ করতে হবে শিক্ষার্থী কোন পরীক্ষায় পাশ করেছে, কোন বোর্ড থেকে, কত সালে, তার রোল নাম্বার কত ও মোট নাম্বার কত।
5) Present Course of Study এখানে উল্লেখ করতে হবে পড়ুয়া বর্তমানে কোন ক্লাসে কোন জেলার কোথায় পড়েছেন।
6) Basic Details এ নাম, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, ধর্ম ইত্যাদি উল্লেখ করতে হবে।
7) এর নিচে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিয়ে রেজিস্ট্রেশন এ ক্লিক করতে হবে।
8) রেজিস্ট্রেশন হয়ে গেলে মোবাইল নাম্বারে OTP আসবে তা বসিয়ে দিয়ে ভেরিফাই করে ফেলুন।
9) এরপর রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে সেই নাম্বার লিখে রাখুন ও ডাউনলোড Acknowledgement Slip ডাউনলোড করে নিন।
10) এরপর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ এর হোম পেজে গিয়ে Application Log In এ ক্লিক করে Id Password বসিয়ে দিয়ে লগইন করুন।
11) এরপর Edit Profile এ ক্লিক করে ফটো ও সিগনেচার আপলোড করে Save & Continue এ ক্লিক করুন।
12) পরবর্তী ধাপে বাবা-মায়ের তথ্য ঠিকানা উল্লেখ করুন ও ব্যাঙ্কের তথ্য উল্লেখ করে Save & Continue এ ক্লিক করুন।
13) এরপর উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো PDF আকারে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে ও আবেদন করা পর একটি রিসিভ কপি পেয়ে যাবেন।
Swami Vivekananda Scholarship Online Apply 2023:- Click